এইদিন স্পোর্টস নিউজ,৩০ ডিসেম্বর : কাতার বিশ্বকাপ ভরাডুবির পর ব্রাজিলের দায়িত্ব থেকে তিতে সরে যাওয়ার পর দায়িত্ব নেন ফার্নান্দো দিনিজ । কিন্তু তাতেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সাফল্যের মুখ দেখেনি । এমন কঠিন সময়ে কার্লো আনচেলত্তিকে (Carlo Ancelotti) কোচ করে আনতে চেয়েছিল ব্রাজিল । কিন্তু সেটিও আর সম্ভব হচ্ছে না । শোনা যাচ্ছে যে আনচেলত্তিকে ব্রাজিলের দায়িত্ব নিতে রাজিও হয়েছিলেন । কিন্তু আপাতত সেটি গুঞ্জনই রয়ে যাচ্ছে।কারন ২০২৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে থাকছেন এই ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ।
আনচেলত্তির রিয়ালে থাকার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ওই ক্লাবের তরফে জানানো হয়েছে যে আনচেলত্তি দ্বিতীয় দফায় যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ শিবিরে। উল্লেখ্য,রিয়ালের হয়ে আনচেলত্তির রেকর্ডও যথেষ্ট ভালো । তার দায়িত্ব কালে রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি কোপা দেল রে, দুটি ক্লাব বিশ্বকাপ ও একটি লা লিগা। ফলে এমন একজন কোচকে না পেয়ে একরাশ হতাশার মধ্যে রয়েছে ব্রাজিলিয়ান সমর্থকরা ।।