এইদিন ওয়েবডেস্ক,কাটরা,৩০ ডিসেম্বর : কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সরকার আসতেই জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ করে দিয়েছে । ইসলামি সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদের মদতদাতাদের কড়া পদক্ষেপ নিতেই শান্ত হয়ে গেছে জম্মু-কাশ্মীর ৷ ফলে উপত্যকায় পুনরুজ্জীবিত হয়েছে পর্যটন শিল্প । পাশাপাশি হিন্দুদের পবিত্র ধর্মস্থলগুলিতে বাড়ছে পূণ্যার্থীদের সমাগম । জম্মু-কাশ্মীরের রিয়াসি (Reasi)জেলার কাটরা (Katra) শহরের ত্রিকুটা পাহাড়ে(Trikuta Hills) বৈষ্ণো দেবীর (Vaishno Devi) পবিত্র গুহা মন্দিরে চলতি বছরে ৯৫ লাখেরও বেশি তীর্থযাত্রীর আগমন ঘটেছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ।
রিপোর্ট অনুযায়ী,চলতি বছর এখনও পর্যন্ত প্রায় ৯৫.৩৫ লক্ষ তীর্থযাত্রী দেবী বৈষ্ণো দেবীকে দর্শন প্রণাম করেছেন । তীর্থযাত্রার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা ছিল ২০১২ সালে,যখন ১ কোটি ৪ লাখ ৯ হাজার ৫৬৯ জন পূণ্যার্থীদের সমাগম হয়েছিল ।
এর আগে, তীর্থযাত্রীর সর্বোচ্চ রেকর্ড দেখা গিয়েছিল ২০১২ সালে, যখন ১ কোটি ৪ লাখ ৯৫১৯ জন ভক্ত পবিত্র গুহামন্দিরে গিয়েছিলেন ।।