যে গল্পগুলো ছুঁয়ে থাকে আমাদের ভালবাসা
যে কবিতাগুলো রঙ মাখে ঋতুরঙ্গ অভিসারে
অনন্ত প্রেমে কোনো এক কাঙ্ক্ষিত নিবেদনে
আমরা এগিয়ে চলি কোনো এক নক্ষত্রপানে
আমরা এগিয়ে চলি নদী-পাড় ধরে নীল গহীনে
কুয়াশা-চাদরে অথবা কোনো এক হৈমন্তী বিকেলে
ঝুপ করে নেমে আসা গোধূলি আলোয়
হাতে হাত রেখে প্রত্যয়ী মন জীবনের ওম খোঁজে
শান্ত স্থিতধী বক্ষে অজানা পথে অনির্দেশ্য অভিযানে।
আমাদের ভালবাসা ভোরের সূর্যালোক
আমাদের ভালবাসা শিশির-চুম্বন জ্যোৎস্নালোক,
আমাদের ভালবাসা মেঘের দল বাউল মন
মহুয়া-পলাশ রাঙা হিন্দোল সবুজ তপোবন,
আমাদের ভালবাসা নৈঃশব্দের পদধ্বনি
দীর্ঘ তপস্যায় পরম আরাধ্য ঈশ্বর মানি,
আমাদের ভালবাসা দুজনে-কূজনে নয়
আমাদের ভালবাসা স্নিগ্ধ শান্তি বারি।
আমাদের ভালবাসা লেখা থাক—
শ্রান্ত পাখির ক্লান্ত ডানায়
মৌনমুখর চঞ্চুকথায়,
আমাদের ভালবাসা দীপ্ত হোক—
জোনাকি-আলোয়, কুসুম-ঘ্রাণে।
আমাদের ভালবাসা ভরা থাক —
রূপশালী ধানে সবুজে শ্যামলে
টুসু-ভাদু আর সোনালী ফসলে
আমাদের ভালবাসা আঁকা থাক —
এই বাংলায় নদী-মাঠ পথ-ঘাট মজা খাল-বিল
দোয়েল-শ্যামা-ময়না-তোতা, ফিঙে- শঙ্খচিল,
আমাদের ভালবাসা অনন্ত প্রেম নাটমন্দির
আল্পনা আঁকা মাটির দেওয়াল নন্দিত মঞ্জীর,
আমাদের ভালবাসা তিস্তা-পদ্মা-গঙ্গা-যমুনা
শুচিস্নাত লাবণ্যময়ী এই বসুন্ধরা।।