এইদিন ওয়েবডেস্ক,হুগলী,২৮ ডিসেম্বর : অনলাইন প্রতারণা নয়,খোদ নিজের ছেলের প্রতারণার শিকার হয়েছেন হুগলি জেলার তারকেশ্বর থানা এলাকার মনোহরপুর গ্রামের বাসিন্দা আনোয়ারা বিবি নামে এক বৃদ্ধা । আনোয়ারার ছেলে জাভেদ মণ্ডল মায়ের স্বাক্ষর জাল করে বীমা কোম্পানির দুটি পলিসি প্রিম্যাচিওরড সারেন্ডার করে সেই টাকা আত্মসাৎ করে নিয়েছে বলে অভিযোগ । যদিও আনোয়ারা বিমা কোম্পানির এজেন্টকেই এই ঘটনার জন্য দায়ি করে প্রশ্ন তুলেছেন স্বাক্ষর পরীক্ষা না করে কিভাবে টাকা দেওয়া হল তার ছেলেকে ? তিনি ছেলের সাথে কোম্পানির এজেন্টের যোগসাজশের অভিযোগ তুলেছেন । যদিও তারক পাত্র নামের এজেন্ট সাফ জানিয়েছেন যে স্বাক্ষর পরীক্ষা করা বিমা কোম্পানির দায়িত্ব, এজেন্টের নয় । এই ঘটনায় বীমা কোম্পানির পাশাপাশি স্থানীয় থানায় প্রতারিত বৃদ্ধা অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে ।
জানা গেছে,একই এলাকার বাসিন্দা বীমা কোম্পানির এজেন্ট তারক পাত্রের কাছে দুটি পলিসি করেছিলেন আনোয়ারা বিবি । দুই পলিসি মিলে বছরে মোট প্রিমিয়াম ছিল প্রায় ২৩ হাজার টাকা । সম্প্রতি ওই পলিসি বন্ড জমা রেখে বীমা কোম্পানির কাছ থেকে ঋণ নিয়েছিলেন ওই বৃদ্ধা । যদিও তিনি ঋণ শোধও করে দেন । কিন্তু গত ১২ ডিসেম্বর পলিসির প্রিমিয়ামের টাকা জমা করতে গিয়ে তিনি জানতে পারেন যে তার দুটি পলিসিই প্রিম্যাচিওরড সারেন্ডার করা হয়েছে । কিন্তু তার অজান্তে কিভাবে পলিসি সারেন্ডার করা হল তা জানতে গিয়ে কার্যত চোখ কপালে উঠে যায় বৃদ্ধার । কারন কোম্পানির তারকেশ্বর শাখার কর্মীরা কম্পিউটার পরীক্ষা করে বৃদ্ধাকে জানান যে তার এবং তার ছেলের যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে ৷ তখন আনোয়ারা বিবির বুঝতে অসুবিধা হয় না যে তার গুনধর ছেলে জাভেদ মণ্ডলের প্রতারণার শিকার হয়েছেন তিনি৷
জানা গেছে,বৃদ্ধার ছেলে ভিন রাজ্যে সোনার গহনা তৈরির কাজ করে । নিজের ছেলের দ্বারা এক বৃদ্ধা প্রতারিত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।