এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ ডিসেম্বর : আজ বুধবার বর্তমান ডিজি মনোজ মালব্য অবসর নিচ্ছেন । এদিকে পরবর্তী ডিজি হিসাবে রাজীব কুমারের নাম ঘোষণা করেছে রাজ্য সরকার । রাজীব কুমারকে ডিজি করার বিরোধিতা করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রশাসনের যে আধিকারিক ‘গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচতে হাইকোর্টের সুরক্ষা কবজ নিয়ে আছেন’ তাকে কিভাবে ডিজি করা হল তা নিয়েও প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী বলেন,’মমতা ব্যানার্জির একটা পেইড সার্ভেন্টকে আজ ডিজি করা হয়েছে’ ।
আজ সন্ধ্যায় কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’নির্বাচন কমিশনের গাইড লাইনে পরিষ্কার বলা আছে, কোনো নির্বাচনে যে সমস্ত প্রশাসনিক আধিকারিককে নির্বাচন কমিশন একবার সরিয়েছিল, দ্বিতীয়বার তাকে দায়িত্ব দেওয়া হবে না । আমরা সবাই জানি এপ্রিল মে মাসে দেশের সাধারণ নির্বাচন । ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনের যদি অতীত দেখেন তাহলে জানতে পারবেন যে মার্চের প্রথম সপ্তাহে মোরাল কোড অফ কনডাক্ট (এমসিসি)চালু হয় । স্বাভাবিক ভাবে এমসিসি চালু হলে এই ডিজি থাকতে পারবেন না । তাই ইলেকশন কমিশনের গাইড লাইনকে এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেড সার্ভেন্টকে আজ ডিজি করা হয়েছে । এতেই প্রমানিত যে এরাজ্যে চোর এবং চোরেদের বাচানো ব্যক্তিরা সুরক্ষিত । আর তাদের সুরক্ষা দিচ্ছেন চোর মমতা ।’
তিনি সারদা কেলেঙ্গারী থেকে মমতা ব্যানার্জিকে বাঁচানোর অভিযোগ তুলেছেন রাজীব কুমারের বিরুদ্ধে । শুভেন্দু অধিকারী বলেন,’রাজীব কুমার সারদা কেলেঙ্কারির সমস্ত তথ্য নষ্ট করে মমতা ব্যানার্জি কে বাঁচিয়েছেন । তা নাহলে সুদীপ্ত সেনের সঙ্গে জেলে থাকত মমতা ব্যানার্জি । রাজীব কুমারকে ডিজি করে রিটার্ন গিফট দিলেন মুখ্যমন্ত্রী ।’ পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন,’রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল । তিনি হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে আছেন । এই মামলা ২ বছর ধরে পেন্ডিং আছে । তাসত্ত্বেও কিভাবে রাজীব কুমারকে ডিজি করা হল ?’ তিনি সিবিআই ও সলিসিটর জেনারেলের কাছে অবিলম্বে রাজীব কুমারের মামলা শুনানির দাবি তুলে বলেন, ‘যদি সিবিআই ও সলিসিটর জেনারেল এই বিষয়ে পদক্ষেপ না নেন তাহলে আগামী দু’তারিখে সুপ্রিম কোর্ট খুললে সেই মামলা চালু করার জন্য আমরা আবেদন জানাব ।’