দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৭ ডিসেম্বর : পায়রা চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে মারার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । ধৃতরা হল কেতুগ্রামের রায়খাঁ গ্রামের বাসিন্দা উদয় মাজি (৫৫), কেতুগ্রামের মাসুন্দি গ্রামের বাসিন্দা বাপি মাজি (৪১) এবং মাসুন্দি গ্রামের বাসিন্দা চিনু মাজি । প্রথম দুই ব্যক্তিকে মঙ্গলবার এলাকায় বড়য়াগড় পুকুরপাড় থেকে গ্রেফতার করা হয় । আজ বুধবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে তাদের ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় । তৃতীয় জনকে গ্রেফতার করা হয় আজ বিকেলে । তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে ।
ঘটনাটি ঘটে গত সপ্তাহের শুক্রবার । কেতুগ্রাম থানার পাণ্ডুগ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস (১৬) নামে এক কিশোর শুক্রবার সন্ধ্যায় পোষা পায়রা খুঁজতে দুই বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী মাসুন্দি গ্রামে গিয়েছিল । সেখানে গিয়ে একটি বাড়ির চালের ওপর পায়রা দুটি বসে থাকতে দেখে তারা সঙ্গে আনা মশারি দিয়ে ধরার চেষ্টা করছিল । আর তাদের সেই অপরাধের জেরে বিশ্বজিৎ সহ তিনজনকে মাসুন্দি গ্রামের লোকজন আটকে রেখে বেদম মারধর করে বলে অভিযোগ ।
পরের দিন শনিবার মাসুন্দি গ্রামের পাশে মাঠে বিশ্বজিতের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা বাপি মাজি, চিনু মাজি এবং উদয় মাজির বিরুদ্ধে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন । শেষ পর্যন্ত ঘাতকদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ । ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।।