এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ ডিসেম্বর : সিপিএমের মতই এবারে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও শ্রীরাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এড়িয়ে যেতে পারে বলে জল্পনা চলছে ৷ রিপাবলিক ইংরাজির প্রতিবেদন অনুযায়ী,আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী উপস্থিত থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি ।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা দেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল । যদিও সিপিএমের পলিটব্যুরো এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে যে তাদের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না৷ কারন হিসাবে বলা হয়,’জনগণের ধর্মীয় বিশ্বাস নিয়ে রাজনীতি করা হচ্ছে ।’
সিপিএমের আগে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা দাবি করেন, রাম মন্দির উদ্বোধনকে এত বেশি গুরুত্ব দেওয়ায় তিনি বিরক্ত । ফলে অনুমান করা হচ্ছে যে সিপিএমের পদাঙ্ক অনুসরণ করে সোনিয়া গাঁধিসহ তার দলের নেতারা শ্রীরাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করতে পারে । যদিও মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া বা না যাওয়ার বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি কংগ্রেস ।।