এইদিন ওয়েবডেস্ক,গাজা,২৭ ডিসেম্বর : গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ২৪১ জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বলে দাবি করল সন্ত্রাসী গোষ্ঠী হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় । হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতভর তুমুল বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় অন্তত ২৪১ জন নিহত এবং ৩৮২ জন আহত হয়েছেন। সন্ত্রাসী গোষ্ঠী হামাস আরও জানিয়েছে যে গত ৭ অক্টোবর থেকে এযাবৎ ইসরায়েলের নির্বিচার হামলায় কমপক্ষে ফিলিস্তিনি নিহত হয়েছে ২০ হাজার ৯১৫ জন। আহত হয়েছে আরও ৫৪ হাজার ৯০০, র বেশি। হতাহতদের বেশিরভাগই শিশু ও মহিলা বলে হামাসের দাবি । ফিলিস্তিন কর্তৃপক্ষের তরফে মাহমুদ আব্বাস ইসরায়েলের এই যুদ্ধকে জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন । এদিকে এখনো পর্যন্ত দেড় শতাধিক ইসরায়েলি সেনা নিহত এবং শতাধিক আহত হয়েছেন ।
ইসরায়েল ও হামাসের মধ্যে ৮১ দিনের যুদ্ধের পর মঙ্গলবার সকালে আবারও গাজায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা গত ২৪ ঘণ্টায় গাজায় হামাসের অন্তত ১০০টি কেন্দ্রে হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় শতাধিক কেন্দ্রে বোমাবর্ষণ করেছে। মঙ্গলবার সকালে গাজা উপত্যকার দক্ষিণে নাসির হাসপাতালের কাছে বোমা হামলা হয়। এসব হামলার পর শিশুসহ আহত অনেককে খান ইউনিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ বুধবার ভোররাতেও গাজা উপত্যকাজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় ।
ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেছেন, ‘হামাসের সঙ্গে সংঘর্ষ আরও অনেক মাস চলবে। তিনি বলেন, একটি সন্ত্রাসী সংগঠনকে পুরোপুরি ধ্বংস করার ক্ষেত্রে নির্বিচার ও কঠিন লড়াই ছাড়া কোন শর্টকাট নেই। কোন জাদু সমাধান নেই।’।