এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৭ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা সংখ্যাগুরু মুসলিমদের দ্বারা প্রতিনিয়ত অত্যাচারিত হলেও নির্বাচনের সময় তাদের গুরুত্ব বেড়ে যায় ৷ হিন্দুদের ভোট টানতে সচেষ্ট হয় সব দলই । কিন্তু হিন্দু বিদ্বেষী কট্টর ইসলামি মৌলবাদী দল বিএনপি বা জামাত ইসলামিকে সেদেশের হিন্দুরা বিশেষ পছন্দ করে না । আওয়ামী লীগের ভোটবাক্সে একচেটিয়া হিন্দুদের ভোট পড়ে । কিন্তু সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ইসলামি মৌলবাদী নেতাদের আচার- আচরণে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী । আর এতেই কপালে ভাঁজ পড়েছে শেখ হাসিনার দলের । কিন্তু হিন্দুদের ভোট পেতে কোনো কসুর করছে না তারা।
এবারে হিন্দুদের ভোট নিশ্চিত করতে বাংলাদেশের
মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হাজির হতে দেখা গেল একটা মন্দিরে । যদিও ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী প্রচার নিষিদ্ধ, তা সত্ত্বেও তিনি সেসবের তোয়াক্কা না করে তার নির্বাচনী এলাকায় হরিনাম সংকীর্তনের আসরে হাজির হয়ে হিন্দুদের নৌকা প্রতীকে ছাপ দেওয়ার জন্য আবেদন জানালেন মমতাজ বেগম ।
সোমবার দুপুরে পুটাইল ইউনিয়নের এগারোশ্রী সার্বজনীন মন্দিরের হরিসভা (লীলাকীর্তন, মহাপ্রভুর ভোগ) অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি উপস্থিত ভক্তবৃন্দের কাছে তার প্রতিক নৌকায় ভোট চান।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির প্রফেসর ডঃ গুরুদাস মন্ডল জানান, সাংসদ মমতাজ বেগমকে মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিমন্ত্রণ করা হয়েছিল। সেখানে তিনি আসেন এবং বক্তব্যও রাখেন। তিনি আরও জানান, মমতাজ বেগম উপস্থিত ভক্তবৃন্দের কাছে নৌকা প্রতিকে ভোট চেয়েছেন। যদিও বিষয়টি নিয়ে জেলা রিটানিং অফিসার তথা জেলা প্রশাসক রেহেনা আকতারের কোনো মন্তব্য করেননি ।।