এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ ডিসেম্বর : অপহরণের পর পনবন্দি আদায় করা পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের বাসিন্দা এক ব্যাঙ্ক আধিকারিককে ভয় দেখানোর অভিযোগ উঠল জনৈক এক ব্যক্তি ও তার দলবলের বিরুদ্ধে । ভাতার বাজারের কদমতলার বাসিন্দা শ্যামাশীষ হাজরা নামে ওই ব্যাঙ্ক আধিকারিক গত ২৩ ডিসেম্বর পুলিশের কাছে একটি অভিযোগে জানিয়েছেন যে ভাতার বাজার সংলগ্ন সোৎখালির বাসিন্দা সেখ আলাউদ্দিন দিন কয়েক আগে রাত ৯ টা নাগাদ কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে অসদ উদ্দেশ্যে তার বাড়িতে অনুপ্রবেশ করেছিল । তার এক পরিচিত ব্যক্তির নজরে পড়লে তিনি চিৎকার করেন । তখন দু’জন মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় ।
শ্যামাশীষবাবুর আরও অভিযোগ যে তিনি বিষয়টি সেখ আলাউদ্দিনকে জিজ্ঞাসা করলে সে কোনো সদুত্তর দেয়নি । তাঁর দাবি, ওইদিন আলাউদ্দিনসহ ৫ জন তার বাড়িতে চড়াও হয়েছিল । তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখ আলাউদ্দিনের বিরুদ্ধে অনধিকার প্রবেশ(৪৪৮),অপরাধমূলক ভীতি প্রদর্শন(৫০৬) ও বিশেষ অভিপ্রায়ে একাধিক ব্যক্তিকে জড়ো করা(৩৪) প্রভৃতি ধারায় একটি এফ আই আর রজু করেছে(এফআইআর নম্বর ৪৯৭/২৩)।
প্রসঙ্গত,মঙ্গলকোটের কাসেমনগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার ম্যানেজার শ্যামাশিষ হাজরা । চলতি বছরের ২৬ জুলাই ব্যাঙ্কে যাওয়ার সময় ভাতার থানার মুরাতিপুরের কাছে গাড়িসহ তাকে অপহরণ করা হয় । তারপর চার লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তবেই তাকে মুক্ত করে দুষ্কৃতীরা । ওই ঘটনায় মঙ্গলকোটের কল্যানপুরের বাসিন্দা শেখ হীরা, মাহার্তুবা গ্রামের আজিবুল শেখকে এবং এরুয়ার গ্রামের বাসিন্দা কচি মল্লিক ও জেরু শেখ নামে চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল ভাতার থানার পুলিশ৷ মাস চারেক আগে ঘটে যাওয়া মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের ঘটনার সঙ্গে শ্যামাশিষবাবুকে ভয় দেখানোর ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।।