সারাদিনের ক্লান্তি ছেয়ে ধরেছে অমিয়কে
বারান্দায় আরামকেদারার গা এলিয়ে বসেছে,
কিছুটা তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পরেছিলো
হঠাৎই চা বলে কেউ ডাকছে।
চোখ খুলতেই চোখেমুখে খুশীর ঢেউ
লাবণ্য চায়ের কাপ হাতে দাঁড়িয়ে,
অমিয় আপ্লুত হয়ে তাকিয়ে রইলো
হাত বাড়াতেই সব শূন্যে হারিয়ে।
এতক্ষণ স্বপ্নে বিভোর হয়ে ছিলাম
একটু ঠোঁট চেপে হেসে ভাবলো,
মনে মনে বললো এখনও জড়িয়ে
সব কিছুই পুড়িয়ে বলে হাসলো।
সেদিন বৃষ্টিতে চুলের জল ঝরছিল
একটু দূরে লাজুক দাঁড়িয়ে লাবণ্য,
এগিয়ে গিয়ে ধীরে হাতটি ধরতেই
ভয়ে কুঁকড়ে ঠকঠক কাঁপছিল লাবণ্য।
আজও সেদিনটা মনে দাগ কাটে
মুখে ভুলে গেছি বলি বারবার,
সত্যি বলছি আজও হৃদয়ে গেঁথে
দগদগে ঘা এর মতো আঁচড়।
সময় কেটে গেছে পঁয়ত্রিশ বছর
তবুও মনে হয় এইতো সেদিন,
পরনে তোমার গোলাপী আমার নীল
তোমার স্মৃতিতেও কী আছে সেদিন।।