এইদিন ওয়েবডেস্ক,উগান্ডা,২৭ ডিসেম্বর : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটের শাখা সংগঠন মিত্র গণতান্ত্রিক বাহিনীর (Allied Democratic Forces ) হামলায় উগান্ডার স্থানীয় এক নেতাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন । সোমবার রাত ১০ টা নাগাদ এই হামলা হয় পশ্চিম উগান্ডার কামওয়েঙ্গে(Kamwenge) জেলার কিয়াবান্দারা প্যারিশ (Kyabandara parish) এলাকায় । মঙ্গলবার স্থানীয় এক বিধায়ক কুথবার্ট আবিগাবা (Cuthbert Abigaba) রয়টার্সকে এই খবর জানিয়েছেন ।
আবিগাবা বলেন,সন্ত্রাসী হামলার সময় একজন স্থানীয় কাউন্সিলর রাস্তার পাশের একটি ছোট রেস্তোরাঁয় ছিলেন ৷ চারজনের সাথে সবেমাত্র তিনি খাবারের জন্য বসেছিলেন । সেই সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে ঝাঁঝড়া করে দেয় । হত্যার পর সন্ত্রাসীরা রেস্তোরাঁটি পুড়িয়ে দেয় এবং পালিয়ে যাওয়ার আগে কাছের দোকান থেকে জিনিসপত্র লুট করে বলে তিনি জানান ।
উগান্ডার সামরিক বাহিনীর উপ-মুখপাত্র ডিও আকিকি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে তারা পরে বিস্তারিত জানাবেন।
সন্ত্রাসী সংগঠন মিত্র গণতান্ত্রিক বাহিনী (ADF) ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে একটি কাম্পালা-বিরোধী বিদ্রোহী গোষ্ঠী হিসাবে গঠিত হয়েছিল এবং প্রাথমিকভাবে রুয়েনজোরি পাহাড়ের ঘাঁটি থেকে রাষ্ট্রপতি ইওওয়েরি মুসেভেনির সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল । যদিও গোষ্ঠীটিকে শেষ পর্যন্ত উগান্ডার সেনাবাহিনী পরাজিত করে, বেঁচে যাওয়া সন্ত্রাসীদের অবশিষ্টাংশ কঙ্গোর পূর্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পালিয়ে যায় যেখান থেকে তারা নাশকতা চালাতে শুরু করে । গত দশকে উগান্ডা ও কঙ্গো মিলে মারাত্মক হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হতাহত করেছে ওই ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠীটি ।
২০১৯ সালে আইডিএফ ইসলামি স্টেটের (আইএসআইএস) শাখা আইএসআইএল-এর প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিল । আইডিএফ-এর আগে আইএসআইএল কিছু হামলার দায় স্বীকার করেছিল । উগান্ডা ২০২১ সালে ডি আর কঙ্গোতে আইডিএফ-এর বিরুদ্ধে একটি স্থল ও বিমান অভিযান শুরু করে। মুসেভেনি বলেছেন যে অভিযানটি কিছু কমান্ডার সহ বিপুল সংখ্যক সন্ত্রাসীকে হত্যা করতে সফল হয়েছে ।
ওই সন্ত্রাসবাদী সংগঠনটি গত জুন মাসে পশ্চিম উগান্ডার একটি স্কুলে হামলা চালিয়ে কয়েক ডজন পড়ুয়াকে হত্যা করেছিল । অন্য একটি হামলায় দুই বিদেশী পর্যটক এবং তাদের উগান্ডার ট্যুর গাইডকে হত্যা করেছিল তারা ।।