প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ ডিসেম্বর : সারদা মায়ের পর এবার শ্রী চৈতন্যদেব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিন্দুদের আরাধ্য মহামনবের তুলনা টানা চলছেন । “মা সারদাই মমতা !” এমন মন্তব্য করে ইতিপূরে সাড়া ফেলে দিয়েছিলেন উলুবেড়িয়ার তৃণমূল বিভায়ক তথা চিকিৎক নির্মল মাজি ।“শুধু সারদা মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনেই খান্ত থাকেন নি নির্মল মাজি। তিনি দাবি করেছিলেন,কালীঘাটে জন্ম নিয়ে রাজনীতি করবেন বলেও নাকি সারদা মা বলে গিয়েছিলেন’। আর এবার স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করলেন,’চৈতন্যদেবের সার্থক উত্তরসূরী যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।’ শিক্ষামন্ত্রী এমন মন্তব্য নিয়ে বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
জলাশয় ও চুনোমাছ বাঁচানোর লক্ষ্যে ২৩ বছর ধরে পূর্ব বর্ধমানে পূর্বস্থলীতে খাল-বিল-চুনোমাছ উৎসবের আজোজন করে আসছেন রাজ্যের মন্ত্রী
স্বপন দেবনাথ।মঙ্গলবার সেই উৎসবের দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে মন্ত্রী ব্রাত্য বসু বলেন,’চৈতন্যদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন।সবাইকে সঙ্গে রাখার কথা বলেছিলেন।মমতাদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন।কোনো বিভাজনের রাজনীতি,কোনো ভেদাভেদের রাজনীতি,মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি করেন না।চৈতন্যও করেননি । চৈতন্যের সার্থক, উত্তরাধিকারী এই বাংলায় কেউ যদি থেকে থাকেন,তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।’
এই বক্তব্যের পাশাপাশি ব্রাত্য বসু আরো বলেন,
‘প্রকৃতি ও প্রাণীসম্পদকে রক্ষা করার ব্যাপারে উৎসাহী ও উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায় ।’ পূর্বস্থলী তে চলা উৎসবের প্রয়োজনীতার কথা বলতে গিয়ে মন্ত্রী ব্রাত্য বসু যাঁর কথা সামনে আনেন তিনি হলেন কবি জীবনানন্দ দাস। তারএ কবিতার লাইন তুলে ধরে ব্রাত্য বসু প্রকৃতির রূপ-রস-গন্ধের কথা তুলে ধরেন।একই সাথ তিনি রূপসী বাংলাকে বাঁচানোর আহ্বানও জানান।অন্যদিকে লোকসভি ভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু জানান, এবারের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ৩৫-৪০ টা আসনে জয়লাভ করবে ।।