এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৬ ডিসেম্বর : হিন্দু বহু প্রতিক্ষিত উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে ইংরাজি নতুন বছরের ২২ জানুয়ারী । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজনৈতিক নেতা, ক্রীড়া ও চলচ্চিত্র শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে । সিনেমা জগৎ থেকে আমন্ত্রিত হয়েছেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত,অনুপম খের, অক্ষয় কুমার, তামিল সুপারস্টার রজনীকান্ত, পরিচালক সঞ্জয় লীলা বনসালি, তেলেগু অভিনেতা চিরঞ্জীবী, মোহনলাল, ধানুশ,রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগন, সানি দেওল, প্রভাস প্রমুখ । বিখ্যাত টিভি সিরিয়াল ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় অভিনয় করা অভিনেতা অরুণ গোভিল এবং সীতার ভূমিকায় অভিনয় করা দীপিকা চিখলিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে । এবারে আমন্ত্রণ জানানো হল বিখ্যাত কন্নড় অভিনেতা যশ এবং ডিভাইন তারকা ঋষভ শেঠিকেও ।
অযোধ্যার রাম মন্দির ট্রাস্ট ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, ব্যবসায়ী মুকেশ আম্বানি, রতন টাটা এবং গৌতম আদানি সহ ৭,০০০ বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছে বলে খবর । ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । মূলত প্রধানমন্ত্রীর হাত দিয়েই উদ্বোধন হবে নতুন রাম মন্দিরের । ওই দিনই হবে ভগবান শ্রীরামের মূর্তি স্থাপন ।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট ইতিমধ্যেই প্রায় ৩,০০০ ভিভিআইপি,৪,০০০ সাধুসন্ত,৫০ টি দেশের প্রতিনিধি ছাড়াও রাম মন্দির আন্দোলনে অংশ নেওয়া ‘কর সেবকদের’ পরিবারের সদস্য সহ ৭,০০০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে । পাশাপাশি অযোধ্যায় পুলিশের হাতে নিহত ৫০ জন করসেবকের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বারাণসী থেকে ২১ জন পণ্ডিতের একটি দল পূজার জন্য আসবেন । বিশিষ্ট বৈদিক পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত এই দলের নেতৃত্ব দেবেন, তাঁর দুই পুত্র পণ্ডিত জয়কৃষ্ণ দীক্ষিত এবং সুনীল দীক্ষিত এবং কাশীর অন্যান্য ১৮ জন পণ্ডিত দ্বারা ভগবান শ্রীরামের পূজো অনুষ্ঠান পরিচালিত হবে বলে জানা গেছে ।।