দিব্যেন্দু রায়,পূর্ব বর্ধমান,২৬ ডিসেম্বর : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত সর্বভারতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ থেকে ১২ পদক ছিনিয়ে আনল বর্ধমান শহরের ‘দ্য মার্শাল আর্টস একাডেমী’র প্রতিযোগীরা । তার মধ্যে রয়েছে ৩ টি সোনা, ৪ টি রুপো এবং ৫ টি ব্রোঞ্জ । ‘২১তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ- ফেডারেশন কাপ ২০২৩’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিশাখাপত্তনমের স্বর্ণ ভারতী ইনডোর স্টেডিয়ামে । প্রতিযোগিতা চলে ২৩ ও ২৪ ডিসেম্বর-এই দু’দিন । সারা ভারত থেকে প্রায় ১৫০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমীর প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশিস কুমার মন্ডল জানিয়েছেন যে এই প্রতিযোগিতায় তার সংস্থা থেকে মোট ৭ জন ক্যারাটিকা পশ্চিমবঙ্গের হয়ে অংশগ্রহণ করেছিল এবং মোট ১২ টি পদক জিতেছে ।
তার মধ্যে শ্রেয়সী ঘোষ কাতা ও কুমি বিভাগে একটি করে সোনা, মেঘনা রায় কাতা বিভাগে একটি সোনা এবং কুমিতে একটি রুপো, লগ্নজিতা খাঁ কাতা ও কুমি বিভাগে একটি করে রুপো, অহর্ষি মুখার্জি কাতায় একটি রুপো ও কুমিতে একটি ব্রোঞ্জ, চন্দ্রিমা চক্রবর্তী কাতা ও কুমি বিভাগে একটি করে ব্রোঞ্জ, সম্বুদ্ধা বাগচি কাতায় একটি ব্রোঞ্জ এবং চৈতালি গুইন কাতায় একটি ব্রোঞ্জ জিতেছে । দেবাশিসবাবু আরও জানান, জাতীয় স্তরের প্রতিযোগিতার তার শিক্ষার্থীদের এই সাফল্যে তিনি গর্বিত । ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা থেকে পদক জিতিয়ে নিয়ে আসা তার পরবর্তী লক্ষ্য থাকবে ।
প্রসঙ্গত,বর্ধমান শহরে ক্যারাটের প্রচার প্রসারে ‘দ্য মার্শাল আর্টস একাডেমী’র গুরুত্বপূর্ণ ভূমিকা আছে । বর্ধমান শহরে সংস্থার মোট চারটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে । তার মধ্যে শাঁখারি পুকুর অগ্রদূত সংঘ এবং ওই ক্লাবের পাশে নিজের বাড়ি সংলগ্ন মাঠে প্রশিক্ষণ দেন রেনসি দেবাশিস কুমার মন্ডল । তাঁর বাকি দুটি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে একটি রয়েছে বর্ধমান শহরের বিসি রোডে এবং অন্যটি নবাবহাট রেনেসাঁ উপনগরীতে । শিশু ও কিশোর-কিশোরী মিলে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে এবং তাদের মধ্যে মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন দেবাশিসবাবু । জেলা,জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক প্রতিযোগিতা থেকে ইতিপূর্বেও প্রচুর পদক জয় করে এনেছে দেবাশিস মন্ডলের শিক্ষার্থীরা ।।