এইদিন স্পোর্টস নিউজ,২৫ ডিসেম্বর : ফিলিস্তিনের সমর্থনে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামা সতীর্থ উসমান খাজাকে সমর্থন করলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স । উসমানের এহেন আচরণকে ‘আক্রমণাত্নক’ হিসাবে দেখছেন না কামিন্স । সম্প্রতি পার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে অনুশীলনে জুতায় ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ ও ‘প্রতিটি জীবনের মূল্য সমান’ স্লোগান লিখে মাঠে নেমেছিলেন খাজা । ফলে আইসিসির নিয়ম ভঙ্গ করায় শাস্তির মুখে পড়তে হতে পারে, এই আশঙ্কায় ওই সমস্ত লেখা টেপ দিয়ে আড়াল করে দিয়েছিলেন তিনি । কিন্তু পার্থে তিনি খেলতে নামার আগে ফিলিস্তিনের সমর্থনে হাতে কালো আর্মব্যান্ড পরেন । কিন্তু পার্থ টেস্টে কালো রঙের আর্মব্যান্ড পরে নামায় উসমান খাজাকে ভৎসনা করে বিষয়টিকে রাজনৈতীক উদ্দেশ্য প্রনোদিত বলে আখ্যা দিয়েছিল আইসিসি
এরপর সিরিজের দ্বিতীয় টেস্টে তার জুতো ও ব্যাটে একটি কাল রঙের পায়রা জলপাইয়ের ডাল ধরে আছে এমন স্টিকার লাগিয়ে মাঠে নামতে চাইলে আইসিসির আইন ভঙ্গের ভয়ে তা খুলে ফেলতে বাধ্য হন উসমান খাজা । টেস্ট ম্যাচ শুরুর আগে মেলবোর্নে প্যাট কামিন্স সতীর্থকে সমর্থন করে বলেন,’সত্যিই আমরা উসমানকে সমর্থণ করি। সে সেটাই করেছে যা সে বিশ্বাস করে এবং আমি মনে করি সে এটা ফিলিস্তিনের প্রতি পূর্ণ সম্মান নিয়েই সে করেছে । গত সপ্তাহে আমি যেটা বলেছি, প্রতি জীবনই সমান । পায়রার ক্ষেত্রেও আমি বলব, এটা অতটা আক্রমনাত্মক নয় ।’।