এইদিন ওয়েবডেস্ক,রায়পুর,২৫ ডিসেম্বর : রবিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে তিন মাওবাদী নিহত হয়েছে । ওই দিন বিকেলে ডাব্বাকুন্না গ্রামের কাছে একটি পাহাড়ে গুলি ও পালটা গুলির লড়াই হয় । জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং বস্তার যোদ্ধাদের একটি যৌথ বাহিনী দান্তেওয়াড়া-সুকমা আন্তঃজেলা সীমান্তে নকশাল বিরোধী অভিযানে বেরিয়েছিল। ডিআরজি এবং বিএফ উভয়ই ছত্তিশগড় পুলিশের বিশেষ ইউনিট।
সূত্রের খবর অনুযায়ী, রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে, মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল কাতেকল্যানা থানার অন্তর্গত ডাব্বাকুন্না গ্রামের কাছে একটি পাহাড়ে মাওবাদীদের উপস্থিতি শনাক্ত করে এবং গোটা এলাকা ঘিরে ফেললে বন্দুকযুদ্ধ শুরু হয় । পুলিশের ইন্সপেক্টর জেনারেল (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি পিটিআই-কে জানিয়েছেন যে তুমাকপাল ও ডব্বাকুন্নার মধ্যে একটি জঙ্গল পাহাড়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গোলাগুলি বন্ধ হওয়ার পরে, ঘটনাস্থল থেকে ইউনিফর্ম পরা তিন পুরুষ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়। এনকাউন্টার সাইট থেকে একটি বিস্ফোরক ও অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে ।
যদিও মৃত তিন মাওবাদীর পরিচয় এখনও জানা যায়নি ৷।