এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,২৫ ডিসেম্বর : গাজায় আইডিপি ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে । মৃত্যুর খবর জানিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদারা বলেছেন, উপত্যকায় একটি বাস্তুচ্যুত ব্যক্তিদের ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে । গাজার কেন্দ্রে অবস্থিত আল- মাগাজি ক্যাম্পে বিমান হামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি । তার মতে,বহু মানুষ আহত হয়েছে,তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, ফলে মৃতেরবসংখ্যা আরও বাড়তে পারে ।’ তিনি বলেন, ‘আল-মাগাজি ক্যাম্পে যা ঘটছে তা একটি গণহত্যা,এখন আবাসিক এলাকাগুলি নিশানা করা হচ্ছে ।’
জানা গেছে,এই হামলায় একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। রয়টার্স জানায়, নিহতদের অধিকাংশই বৃদ্ধা ও শিশু। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ঘটনাটি তদন্ত করছে। বিবৃতিতে বলা হয়েছে,গাজার বেসামরিক এলাকায় হামাস পরিচালিত চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও, ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ সহ আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ।
গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস একটি বিবৃতি জারি করে বিমান হামলাকে একটি “ভয়ংকর গণহত্যা” বলে অভিহিত করে এবং বলে যে এটি একটি “নতুন যুদ্ধাপরাধ”।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এযাবৎ ২০,৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৫,৪৩৬ জন আহত হয়েছে । জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন,গাজায় এখনো পর্যন্ত জাতিসংঘের ১৩৬ কর্মী নিহত হয়েছে ।।