ছবি, তু্ই কী আমায় সঙ্গে নিবি?
তোর তো এখন দারুন বাজার
ফ্যান ফলোয়ার লক্ষ-হাজার
বাবা মায়ের করছে সেবা
গিন্নি আমার একটা ছবি নেবা
সঙ্গে সঙ্গে ক্যামেরা ধইরা
উঠলো ছবি খেঁচাক কইরা
সোশ্যাল সাইটে হলি শেয়ার
সত্যি ছবি, তোর তো এখন দারুন বাজার।।
অভুক্তর মুখে তুলে দিচ্ছে খাবার
সঙ্গী অনেক ছবি নেবার
উঠলো ছবি বিভিন্ন প্রকার
সোশ্যাল সাইটে হলি শেয়ার
এটাই সুযোগ সমাজসেবী হবার
সত্যি ছবি, তোর তো এখন দারুন বাজার।।
গুণীমানুষটি নইকো চেনা
তবুও ছবি তুলতে তো নেই কো মানা
পাশে দাঁড়িয়ে
টুক করে একটা সেলফি ক্যামেরা নাড়িয়ে
ছবি ছেড়েই চাঙ্গা মন
চড় চড়িয়ে বাড়লো ওজন
ভাবলো সবাই গুণীমানুষের আপনজন
চারিদিকে লাইক-শেয়ার
সত্যি ছবি,তোর তো এখন দারুন বাজার।।
দাদা যখন করেছে বৃক্ষরোপন
ছবি তুলেছে অনেকজন
গাছটিকে দেখভাল করার আর কী প্রয়োজন
যতই হোক ছবি দামী
জানলো সবাই দাদা আমাদের পরিবেশ প্রেমী
দাদার প্রতি সম্মান বাড়লো সবার
সত্যি ছবি, তোর তো এখন দারুন বাজার।।
যখন ধর্ষিতার কণ্ঠে ওঠে বিচারের দাবি
সকলে খোঁজে প্রতিবাদ মিছিলে হাঁটা একটা ছবি
ব্যাস, তাহলেই সমাজের চোখে প্রতিবাদী
বিচারের বাণী নিভৃতে কাঁদে যদি
আর কী প্রয়োজন খবর রাখার?
সত্যি ছবি, তোর তো এখন দারুন বাজার।।
এ মাস্টার, আমার ছেলেটা কে লেখা-পড়া শিখাবি?
মাস্টারের তখন একটাই দাবি, শেখাতে পারি, আমার কিন্তু লাগবে ছবি
দেখলো সবাই বিভিন্ন এঙ্গেলে মাস্টারের পড়ানোর বাহার
অ-আ-ক-খ বইয়েই রইলো, ছবিই হলো একমাত্র খাবার
সত্যি ছবি, তোর তো এখন দারুন বাজার।।
ছবি-ছবি-ছবি, চারিদিকে শুধুই ছবি
ছবির জন্যই সব কিছু
তাইতো ছুটছে সবাই ছবির পিছু
কিছু ছবি কিন্তু হৃদয়স্পর্শী, কিছু ছবি অনুপ্রেরণার
কিছু ছবি মেলে ধরে প্রতিভার প্রচার
সত্যি ছবি, তোর তো এখন দারুন বাজার।।