এইদিন ওয়েবডেস্ক,ইন্দোনেশিয়ায়,২৪ ডিসেম্বর : ইন্দোনেশিয়ায় পূর্বাঞ্চলীয় সুলাওয়েসিতে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও ৩৯ জন । সুলাওয়েসি দ্বীপে চীনা অর্থায়নে পরিচালিত মোরোওয়ালি শিল্প পার্কের ওই কারখানায় রবিবার সকালে এ বিস্ফোরণ ঘটে ।
শিল্প পার্কের এক মুখপাত্র ডেডি কুরনিয়ান বলেন, নিহতদের মধ্যে সাতজন ইন্দোনেশিয়ান এবং পাঁচজন বিদেশী শ্রমিক রয়েছে। তবে বিদেশির কোন দেশের তা জানাননি তিনি । তবে মনে করা হচ্ছে যে তারা চীনের নাগরিক। এছাড়া বিদেশিসহ ৩৯ জন আহত হয়েছে । আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে । ইতিমধ্যেই নিহত বেশ কয়েকজনের পরিচয় শনাক্ত করার পর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
ডেডি কুরনিয়ান বলেন,’প্রাথমিক তদন্তে দেখা গেছে, পিটি ইন্দোনেশিয়া তসিংশান কোম্পানির স্টেইনলেস স্টিল কারখানার চুল্লি মেরামত করার সময় বিস্ফোরণটি ঘটে এবং পাশে থাকা দাহ্য তরলে আগুন ধরে যায় । ফলে আশপাশের অক্সিজেন সিলিন্ডারগুলি একের পর এক বিস্ফোরণ হতে হতে শুরু করে । তিনি আরও জানান,দমকলকর্মীরা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
প্রসঙ্গত,খনিজ-সমৃদ্ধ দ্বীপ সুলাওয়েসি ইন্দোনেশিয়ার নিকেল উৎপাদনের অন্যতম কেন্দ্র । উৎপাদিত নিকেল দিয়ে স্টেইনলেস স্টিলসহ অন্যান্য ক্ষয়রোধী সংকর ধাতু তৈরি করা হয় এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়। চীনের জিয়াংশু ডিলং নিকেল ইন্ডাস্ট্রির বিনিয়োগে ওই শিল্প পার্কটি পরিচালনা করছে পিটি গানবাস্টার ।।