এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৪ ডিসেম্বর : বিজেপি ক্ষমতায় থাকার সময় কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করে দিয়েছিল । কিন্তু সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরেই বিজেপির সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে । এদিকে কংগ্রেসের এহেন তোষণ নীতির কারনে কর্ণাটক জুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলি । কর্ণাটকের বেল্লারি থেকে দুই ইসলামি সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে এনআইএ । ধৃত দুই সন্ত্রাসী হল মহম্মদ সুলাইমান এবং সৈয়দ সমীর । মোহাম্মদ সুলেমান ব্যাঙ্গালোরে আইনের ছাত্র এবং সৈয়দ সামির বেল্লারিতে বিসিএ-এর পড়ুয়া । সমীরের উদ্দেশ্য ছিল মুসলিম যুবকদের সন্ত্রাসী সংগঠনের প্রতি আকৃষ্ট করা। সে যুবকদের সন্ত্রাসী সংগঠন আইএসআইএস-এ যোগ দিতে প্ররোচিত করার চেষ্টা করেছিল বলে জানা গেছে ।
তদন্তে এনআইএ জানতে পেরেছে যে তারা গত ২২ অক্টোবর শহরের একটি সারের দোকান থেকে এক কেজি অ্যামোনিয়াম নাইট্রেট কিনেছিল । এনআইএ- এর জেরার তারা অ্যামোনিয়াম নাইট্রেট কেনার কথা কবুলও করেছে বলে জানা গেছে ।
প্রসঙ্গত,অ্যামোনিয়াম নাইট্রেট সাধারণত সার তৈরিতে ব্যবহৃত হয় । তবে এটি বিস্ফোরক তৈরিরও একটি উপাদান । তদন্তকারী দলের অনুমান ওই দুই সন্ত্রাসবাদী পরীক্ষামূলক বিস্ফোরক তৈরি করার জন্যই অ্যামোনিয়াম নাইট্রেট সংগ্রহ করে রেখেছিল । তবে যেদিন তারা ওই দোকানে অ্যামোনিয়াম নাইট্রেট কিনেছিল সেদিনের কোনো নথি পাওয়া যায়নি দোকানটি থেকে । এমনকি বিলও পাওয়া যায়নি বলে জানা গেছে ৷
সম্প্রতি কেন্দ্র সরকার নিষিদ্ধ করা একটি ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠী ও ইসলামি স্টেট(আইএসআই এস)-এর সাথে যুক্ত সন্ত্রাসীদের খুঁজে বের করতে গত ১৮ ডিসেম্বর থেকে কর্ণাটকের ব্যাঙ্গালোর এবং বেল্লারিতে তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ । ইতিমধ্যেই সুলেমান ও সমীর-সহ বেল্লারি থেকে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ।।