এইদিন স্পোর্টস নিউজ,২৩ ডিসেম্বর : ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিলের পর গত জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো । তখন থেকেই অনেকে নাক সিঁটকাতে থাকেন । তারা দাবি করেন যে রোনালদোর ক্যারিয়ার শেষের দিকে,হারিয়ে গেছে তার পায়ের ‘ম্যাজিক’ । ব্যালন ডি’অর জয়ী রোনালদো তার জবাব দিলেন সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচে । নিজের ৫১তম গোলটি করে তিনি প্রমান করলেন যে ক্যারিয়ারের শেষ দিকে এসেও কতটা ছন্দে আছেন তিনি ।
ম্যাচের ৭৩ মিনিটে স্পট কিক থেকে জালের ঠিকানা খুঁজে নেন রোনালদো । এটি সৌদি প্রো লিগের চলমান আসরে রোনালদোর ১৭ তম গোল। এর মাধ্যমে সৌদি আরবের শীর্ষ লিগের চলমান আসরের সেরা গোলদাতা বনে গেলেন তিনি । এই ম্যাচে মাঠে নামার আগে আল হিলালের আলেক্সান্ডার মিত্রোভিচের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতা ছিলেন সিআরসেভেন ।
রোনালদোর শীর্ষে উঠার দিনে আল ইত্তিফাকের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে আল নাসের। আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচের ৪৩ মিনিটে অ্যালেক্স তেলেসের গোলে এগিয়ে যায় রিয়াদ । ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো ব্রোজোভিচ। দলের হয়ে শেষ গোলটি করেন রোনালদো । এবার সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি বছরের এনিয়ে ৫১তম গোলের দেখা পেলেন বর্নাঢ্য ক্যারিয়ারে ম্যানইউ, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ইউরোপ সেরা ক্লাবে খেলা এই ফুটবলার । নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে আল ইত্তিফাকের হয়ে ব্যবধান কমান মোহাম্মদ আল কুয়েকিবি ।।