এইদিন ওয়েবডেস্ক,রিয়াধ,২৩ ডিসেম্বর : লন্ডন প্রবাসী এক মুসলিম মহিলা ভগবান মহাদেবকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিল । তারই জবাবে কেরালার ২৮ বছরের যুবক বিষ্ণু দেব রাধাকৃষ্ণান (Vishnu Dev Radhakrishnan) ইসলামের নবীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । ওই মুসলিম মহিলার টুইটের জবাবে রাধাকৃষ্ণান লেখেন, ‘যদি তার নবী এতই ক্ষমতাবান হন, তাহলে কেন তিনি ইয়েমেনের স্কুলে বোমা হামলা রুখতে পারেননি ?’ বিষ্ণু দেব রাধাকৃষ্ণানের ওই প্রত্যুত্তর ভালো চোখে দেখেনি কট্টর ইসলামি মৌলবাদী রাষ্ট্র সৌদি আরব । সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং দেশের ধর্মীয় ও জাতীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ তুলে রাধাকৃষ্ণানকে ২০১৮ সালের ৭ জুন গ্রেফতার করে সৌদি পুলিশ ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,ওই বছর ১৩ সেপ্টেম্বর কেরালার ওই যুবককে দোষী সব্যস্ত করে সৌদির আদালত । সাজায় পাঁচ বছরের কারাদণ্ড এবং সৌদি ১,৫০,০০০ রিয়াল বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮,৫০,০০০ টাকা জরিমানা করা হয় । অনাদায়ে আরও ১০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল তাকে । সৌদি আরবের খোবার(Khobar) জেলে সাজা কাটাচ্ছিলেন বিষ্ণু দেব রাধাকৃষ্ণান । অবশেষে মুক্তি পেতে চলেছেন তিনি । জানা গেছে,কেরালার আলাপ্পুঝার (Alappuzha) বাসিন্দা বিষ্ণু দেব রাধাকৃষ্ণানের বাবা একজন অবসরপ্রাপ্ত আইএএফ অফিসার ।।