এইদিন ওয়েবডেস্ক,মোগাদিশু,২৩ ডিসেম্বর : সোমালিয়ার সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের নেতাকে খতম করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোমালিয়ার সেনার যৌথবাহিনী । সোমালিয়ার বার্তা সংস্থা দাউদ আভিস লিখেছে যে মোয়ালেম আয়মান নামে ওই সন্ত্রাসবাদীকে সোমালিয়ার দক্ষিণে অবস্থিত জিলাব শহরে মার্কিন ও সোমালি সেনাবাহিনীর যৌথ অভিযানে খতম করা হয়েছে ।
দাউদ আভিস বলেছে যে আয়মান সোমালিয়া এবং প্রতিবেশী দেশগুলিতে বেশ কয়েকটি মারাত্মক সন্ত্রাসী হামলার পরিকল্পনার জন্য দায়ী ছিল । তাকে ১৭ ডিসেম্বর নিকেশ করে দেওয়া হয়েছে । ইউএস আফ্রিকা কমান্ড (AFRICOM) জালিবে আল- শাবাবের অবস্থানে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
আয়মান নামের ওই কুখ্যাত সন্ত্রাসবাদী শিক্ষকতা করত এবং যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় ছিল । মার্কিন বিদেশ মন্ত্রণালয় তাকে গ্রেপ্তারের জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার নির্ধারণ করেছিল । এই আল-শাবাব কমান্ডারের বিরুদ্ধে ২০২০ সালের জানুয়ারিতে কেনিয়ার একটি সামরিক ঘাঁটিতে হামলার জন্য লজিস্টিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে, যেখানে একজন আমেরিকান সৈন্য এবং দুই ঠিকাদার নিহত হয়েছিল ।।