দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২২ ডিসেম্বর : পুকুরের জলে ধান বোঝাই টাটা ৪০৭ গাড়ি উলটে সলিল সমাধি হল চালকের । মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে কেতুগ্রামের সীতাহাটি গ্রামে । মৃত চালকের নাম নিত্যগোপাল রায় (৫৭)। কেতুগ্রামের উদ্ধারণপুর গ্রামে তাঁর বাড়ি । গ্রামবাসীরা ট্রাক্টরের সাহায্যে দড়ি বেঁধে পুকুরের জল থেকে গাড়িটি তোলে । পরে গাড়ির চালকের দেহটি উদ্ধার করে নিয়ে যায় কেতুগ্রাম থানার পুলিশ।
জানা গেছে,কেতুগ্রামের এনায়েতপুর গ্রামের বাসিন্দা এক ব্যবসায়ীর ওই দূর্ঘটনাগ্রস্থ টাটা ৪০৭ গাড়িটি । দীর্ঘদিন ধরে ওই গাড়ির চালকের কাজ করতেন নিত্যগোপাল রায় । এদিন বিকেলে সীতাহাটি গ্রামের দাসপাড়ায় এক কৃষকের বাড়ি থেকে ধান বোঝাই করে ফিরছিল গাড়িটি । খুব সাবধানে ধীর গতিতে গ্রামের ঢালাই রাস্তা ধরে গাড়ি নিয়ে যাচ্ছিলেন নিত্যগোপালবাবু । কিন্তু একে ঢালাইয়ের রাস্তাতে একাধিক ফাটল, তার উপর জলের পাইপলাইন বসানোর কাজের পর খালে সদ্য মাটি ফেলা হয়েছিল । সেই কারনে টাটা ৪০৭ গাড়ির খালাসি নিচে নেমে চালককে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল । কিন্তু দূর্ভাগ্যবশত পাইপলাইনের জন্য কাটা খালে সদ্য দেওয়া মাটিতে গাড়ির একটা চাকা বসে যায় । আর তারপরেই গাড়িটি উলটে পড়ে পুকুরের জলে । গাড়ির ভিতর থেকে বের হতে না পারায় সলিল সমাধি হয় গাড়ি চালক নিত্যগোপাল রায়ের ।
জানা গেছে,গাড়িটি জল থেকে তোলার পর দেখা যায় যে নিত্যগোপালবাবুর পা’দুটি বেড়িয়ে আছে চালকের পাশের জানালা দিয়ে । আর এতেই প্রমান যে শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি । কিন্তু গাড়ি থেকে বের হওয়ার আগেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবারের লোকজন ।।