এইদিন ওয়েবডেস্ক,২২ ডিসেম্বর : ইনস্টাগ্রামে ‘শর তন সে জুদা’র হুমকি দিল এক মুসলিম যুবক । সৈয়দ জিসান (Sayyed Zeeshan) নামে ওই যুবক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (zeeshanx_ali_22) একটি ভিডিও পোস্ট করেছে । ভিডিওতে ওই কট্টরপন্থী মুসলিম যুবককে বলতে শোনা গেছে,’আমরা অনেক ঘুমিয়েছি । এবার আমাদের জাগতে হবে । রসুল এ মুস্তাফার শৌর্য গাথা সকলকে বলতে হবে । হে মুসলমান,তোমাদের স্ট্যাটাসে কিছুই হবে না,ময়দানে নামো,এবার আমাদেরই ‘গুস্তাকে রসুলদের শর তন সে জুদা’ করতে হবে ।’
ওই জিহাদি মানসিকতার মুসলিম যুবকের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । এতে বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন । প্রতিক্রিয়া জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও । তিনি সৈয়দ জিসান নামে ওই মুসলিম যুবকের ভিডিওটি নিজের ‘এক্স’ হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন,’এই ধরনের উদীয়মান “সন্ত্রাসী” চিন্তাভাবনা অবশ্যই নির্মূল করতে হবে… এরকম হাজারো “সাপের”-এর “ভক্তদের” এখনই “চূর্ণ” করতে হবে….. হ্যাঁ / না । ভারতের মানুষ কি বলে ?’
অসমের মুখ্যমন্ত্রীর এই পোস্টে অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন । রাম কুমার ত্যাগী লিখেছেন,’এটাকে শিকড় থেকে মুছে ফেলবে কে স্যার? এই কাজ সরকারকেই করতে হবে! আপনি তাদের পিষে দিন স্যার, দেশের মানুষ আপনার সাথে আছে!’
দীপক পান্ডে লিখেছেন,’তুমি কারো মাথা তার শরীর থেকে আলাদা করবে, পরের দিন তোমাকে ৭২ হুরের কাছে পাঠানো হবে ।’
অনিল সিং লিখেছেন,’ধরা পড়লে তাকে নাবালক বা মানসিক রোগী হিসেবে ছেড়ে দেওয়া হবে। এটা ভারত, প্রত্যেকেরই কিছু বলার স্বাধীনতা আছে। আইনের মাধ্যমে এ ধরনের মানসিকতাকে কঠোরভাবে আক্রমণ না করলে সবকিছু এভাবেই চলতে থাকবে।’তবে জাভেদ আলম নামে এক ব্যবহারকারী লিখেছেন,’এখন পদের গরিমা কই ?’
উল্লেখ্য,সৈয়দ জিসান নামে ওই কট্টরপন্থী মুসলিম যুবকের ইনস্টাগ্রামে ২ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে । সুতরাং জিহাদি মানসিকতা সম্পন্ন ওই যুবককে সমর্থনকারীদের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠছে ।।