এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ ডিসেম্বর : কলকাতায় ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে ১২ টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের । মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ওই সমস্ত দুর্ঘটনাগুলি ঘটে । জানা গেছে,মঙ্গলবার রাত ৩টে নাগাদ দক্ষিণ বন্দর থানা এলাকার প্রিন্সেপ ঘাটের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেরি মার্গারেট (২৪) ও মহম্মদ ইসলাম (২৩) দুই যুবক যুবতী । মহম্মদ ইসলাম বাইক চালাচ্ছিলেন । আহত হয়েছেন আরও এক বাইক আরোহী । বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কপথের পাশে একটি বাতিস্তম্ভে সজোর ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে । দুর্ঘটনার সময় কারোর মাথাতেই হেলমেট ছিল না বলে জানা গেছে । ফলে মাঝে মধ্যে ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ নিয়ে প্রচার চালানো হলেও রাস্তাঘাটে যানবাহনের গতিবিধির উপর পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে ।
একই রাতে স্কুটিতে চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কসবার রাজডাঙা মেন রোডের বাসিন্দা বিশাল সর্দার (২৩) নামে এক যুবকের । কালিকাপুর শীতলা মন্দিরের কাছে চারচাকার একটি গাড়ির গেটের সঙ্গে ধাক্কা লাগলে মৃত্যু হয় তার । এছাড়া বাসন্তী হাই ওয়ের কাছে বাতিস্তম্ভে ধাক্কা দেওয়ায় মৃত্যু হয়েছে দিপায়ান মন্ডল(৫০) নামে এক মোটরসাইকেল চালকের । পশ্চিম বন্দর থানার সিজিআর রোডে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মেহেতাব হোসেন (২৭) নামে এক স্কুটার চালকের । এছাড়া ওই সময়ের মধ্যে শহরের একাধিক জায়গায় দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছে বলে খবর ।।