এইদিন ওয়েবডেস্ক,মূর্শিদাবাদ,২০ ডিসেম্বর : আয়কর ফাঁকি মামলায় মূর্শিদাবাদ জেলার সাঘরদিঘির তৃণমূল কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িসহ একাধিক ঠিকানায় হানা দিল আয়কর দপ্তর । আজ বুধবার সাতসকালেই বায়রন বিশ্বাসের সাগরদিঘির বাড়িতে পৌঁছে যায় আয়কর দপ্তরের একটি দল । তারপর বিধায়কের বাড়ি এবং সামশেরগঞ্জে বিধায়কের হাসপাতাল, বিড়ির কারখানা, চা কোম্পানি, ও ডাকবাংলার বাড়ি সহ একাধিক ঠিকানায় শুরু হয় তল্লাশি অভিযান ।
প্রসঙ্গত,মুর্শিদাবাদের বিড়ি কারখানার মালিক তথা এক কালের সিপিএমের নেতা বাবর আলির বড় ছেলে বায়রন বিশ্বাস। সিপিএমের জমানা থেকেই চা কোম্পানি,ইংরাজি মাধ্যম স্কুল,বেসরকারি হাসপাতাল প্রভৃতি বিশাল সাম্রাজ্যের মালিক হন ।
সাগরদিঘির কংগ্রেসের বিধায়ক সুব্রত সাহার মৃত্যু হলে ওই কেন্দ্রে উপনির্বাচন হয় । বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে বাবর আলির ছেলে বায়রন বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন। অবশ্য ভোটে জেতার তিন মাসের মধ্যেই তিনি অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে নাম লেখান ।।