এইদিন স্পোর্টস নিউজ,২০ ডিসেম্বর : ইংলিশ প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার চেলসি পৌঁছে গেছে সেমিফাইনালে ৷ শেষ চারের দ্বিতীয় ম্যাচে উরাওয়াকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ ছিল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স । প্রথম সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে ম্যানচেস্টার ।কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই রক্ষণে মনোযোগ দেয় আল আহলি। তাদের জমাট রক্ষণের কারণে আক্রমণের তোপ দাগিয়েও লিড নিতে পারছিল না ম্যানসিটি। অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অপেক্ষা ফুরায় সিটিজেনদের । আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যানসিটি। বিরতির পর সাত মিনিটের ব্যবধানে আরও দুইবার আল আহলির জালে বল জড়ায় পেপ গার্দিওলার শিষ্যরা। ৫২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন মাতেও কোভাচিচ। ৫৯ মিনিটে দলের হয়ে শেষ গোল করেন বার্নার্দো সিলভা।
অন্যদিকে কারাবাও কাপের শেষ আটের ম্যাচে নিউক্যাসলকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে চেলসি। এর আগে স্ট্যাম্পফোর্ড বিজে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারত সময় শেষে ১-১ সমতায় শেষ হয়।
ম্যাচে নিউক্যাসলের ওপর আধিপত্য দেখিয়েছে চেলসি। বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকলেও শুরুতে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ১৬ মিনিটে কালাম উইলসনের করা গোলে প্রায় হারতেই বসেছিল পশ্চিম লন্ডনের ক্লাবটি । ১-০ গোলে পিছিয়ে থেকে ৯০ মিনিটের খেলা শেষ করে চেলসি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মিখাইলো মুডরিক লক্ষ্যভেদ করলে ম্যাচে ফেরে চেলসি । এরপর তারা টাইব্রেকারে বাজিমাত করে ।।