শব্দহীন সময় অগুনিতক গতি
জীবন চক্র যেন জ্যামিতি
অহংকার আজ ঊর্ধ্বমুখী
পলে পলে জীবের বিবর্তন
বিজ্ঞান যখন বিজ্ঞাপনে
মানুষ বন্দী মুক্তিপণে
আকাশচুম্বী অট্টালিকায়
দেখো নৈতিকতার পদস্খলন
রোজ ব্যস্ততা ট্রাম ট্রেন বাসে
জীবনকে বেঁধে কে দিয়েছে কষে
কে মেপেছে পড়ন্ত সময়
কার বা চিরকাল নিয়োজন
যে প্রেম শরীর মাপে
যে স্নেহ সম্পত্তির ভাগে
যে বন্ধুত্ব শুধু স্বার্থ দেখে
করে গেলো এত আয়োজন
ঘনত্ব শুধু সুদিনের মাপা
আশা নিরাশার বিষন্নতা ঢাকা
যৌবন রক্তের মত্ততা শেষে
একদিন অবলম্বন প্রয়োজন
নিজেকে আড়ালে রেখে
অন্তরালের বিষণ্ণতা মেখে
বেলা শেষে বাড়াতে গেলে হাত
হবে হবেই বিয়োজন
তাই সময় থাকতে এসো
দুদণ্ড পাশে বসো
ভবের জগতে ভাবের কথায়
গড়ি মনের সংগঠন।।