এইদিন ওয়েবডেস্ক,এলাহাবাদ,১৯ ডিসেম্বর : বিতর্কিত জ্ঞানবাপী মামলায় বড়সড় ধাক্কা খেল উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এবং অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি । তারা মসজিদ চত্বরে পুজো করার হিন্দু পক্ষের আর্জিকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল । কিন্তু আজ মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে বারাণসীর জ্ঞানভাপি মসজিদ কমপ্লেক্সে হিন্দুদের পূজো করতে কোনো বাধা নেই । কারন আবেদনটি উপাসনার স্থান আইনের বিরুদ্ধে নয় । যদিও মুসলিম পক্ষ দাবি করেছিল যে পূজো করার অনুমতি চাওয়া ১৯৯১ সালের উপাসনা আইনের অধীনে অবৈধ । কিন্তু বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের নেতৃত্বে একটি বেঞ্চ মুসলিম পক্ষের সেই দাবি খারিজ করে দিয়েছে এবং রায় দিয়েছে যে নিম্ন আদালত প্রয়োজনে পুনরায় জরিপ করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) কাছে যেতে পারে ।
হিন্দু পক্ষের আবেদনে দাবি করা হয়েছে যে ১৬৬৯ সালে মোঘল সম্রাট ঔরঙ্গজেব কাশী কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেছিলেন । জ্ঞানবাপি মসজিদ স্থানটি কাশী বিশ্বনাথ মন্দিরের একটি অংশ এবং মন্দিরটি এখানে পুনরুদ্ধার করা উচিত । হিন্দুদের এই আবেদনকে চ্যালেঞ্জ করে মুসলিম পক্ষের তরফে পাঁচটি আবেদন জমা পড়ে এলাহাবাদ হাইকোর্টে । সব ক’টি আবেদনই খারিজ করে দিয়েছে আদালত। পাশাপাশি, আগামী ছয় মাসের মধ্যে মামলাটির শুনানি শেষ করার জন্য বারাণসী আদালতকে নির্দেশও দেওয়া হয়েছে । তার আগে এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানবাপী মসজিদ চত্বরে পূজো করার অনুমতি দেওয়াকে হিন্দুদের একটা বড় জয় বলে মনে করা হচ্ছে ।।