এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৯ ডিসেম্বর : বিগত প্রায় ৮ দিন ধরে হাইড্রেনের মধ্যে আটকে পড়েছিল একটি পথ কুকুরের ৭ টি শাবক । কুকুরছানাগুলির আর্ত চিৎকার এক পশুপ্রেমীর
কানে গিয়েছিল । অবশেষে ওই পশুপ্রেমীর উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় কাশীরামদাস বিদ্যায়তন স্কুলের সামনে হাইড্রেন থেকে ওই কুকুর শাবকগুলিকে উদ্ধার করল দমকলবাহিনী । পশুপ্রেমী ব্যক্তির নাম জয়দেব প্রামাণিক । হাইড্রেনের পাশেই তার সেলুনের দোকান রয়েছে ।
জয়দেব প্রামাণিক জানান,দিনদুয়েক ধরে দোকান আসার পর থেকেই তিনি কুকুরছানার কান্নার শব্দ শুনতে পাচ্ছিলেন। হাইড্রেনের ওপরে ঢাকনা থাকায় প্রথমদিকে তিনি ঠিক বুঝতে পারেননি । সোমবার অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তিনি বুঝতে পারেন ওই হাইড্রেনের মধ্যে একাধিক কুকুরছানা আটকে রয়েছে । প্রথমে তিনি কয়েকজনের সহায়তায় শাবকগুলিকে উদ্ধারের চেষ্টা করেন । কিন্তু তারা ব্যর্থ হলে দমকলবাহিনীকে খবর দেওয়া হয় । পরে দমকলবাহিনীর লোকজন এসে শাবকগুলিকে উদ্ধার করে । বর্তমানে শাবকগুলি পার্শ্ববর্তী একটি বাড়িতে রেখে দেওয়া হয়েছে এবং সুস্থ হলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।।