জীবন আজ সংকটে তাই
মুক্তি খোঁজে মন।
হারিয়ে ফেলে পরশ পাথর
মন যে উচাটন।
জনমানব বলবে কি আর
রোজই বিনোদন !
পাগলেরই প্রলাপ শুনে
বুক করে টনটন।
নেতার পসার উঠছে জমে
অবুঝ জনগণ !
রঙবেরঙের চিত্র আঁকার
চেষ্টা প্রাণপণ।
দেশটা যাক রসাতলে
ধনুকভাঙা পণ।
সান্ত্রী-মন্ত্রী ফন্দি আঁটে
মনের মাঝে রণ !
রাজায় রাজায় যুক্তি করে
দখল করে বন।
বনের রাজা মুক্তো ছড়ায়
জনতা উলুবন !
পাঁচমেশালী মতামতে
অবাক জনগণ !
আকুল পরাণ দেবেই এবার
প্রাণ বিসর্জন !