শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৮ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বেপরোয়া লরির ধাক্কায় আহত চারচাকা গাড়ির চালকসহ ৮ জন । আহতদের মধ্যে গাড়ির চালক ও এক মহিলার অবস্থা গুরুতর । আহতদের বাড়ি কলকাতার চেতলায় । জানা গেছে, চেতলার বাসিন্দা গুরুদাস আড্ডি নামে এক প্রৌঢ়ের মেয়ের বিয়ে ঠিক হয়েছে । রবিবার সকালে পরিবারের ৭ সহস্যকে নিয়ে তিনি একটা টাটা সুমো গাড়িতে চড়ে কাটোয়ায় এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন ।
গুরুদাসবাবু বলেন,’দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম । কিন্তু আমরা মেমারি-কুসুমগ্রাম রোড ধরে মন্তেশ্বর থানার দিয়ায়ানে বাজারের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা ধান কাটার মেশিন চাপানো একটা লরি অন্য একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয় । আমাদের গাড়ি কার্যত দুমড়েমুচড়ে যায় । আমাদের গাড়িটা রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে পড়ে । এতবড় দূর্ঘটনার পরেও আমরা যে বেঁচে আছি এটা ভগবানের অসীম কৃপা ।’
জানা গেছে,দূর্ঘটনায় প্রত্যেকেই অল্পবিস্তর জখম হয় । কিন্তু মারাত্মক জখম হন গুরুদাসবাবুর ভাই দ্বারিকানাথ আড্ডির স্ত্রী মনোরমাদেবী ও গাড়ির চালক পারান কুমার নস্কর । অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ওই দু’জন এখনো মন্তেশ্বর ব্লক হাসপাতালে চিকিৎসাধীন ।।