এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,১৭ ডিসেম্বর : ফ্রান্সে ইহুদি ডেকেয়ার সেন্টারে (Jewish Daycare Center) ঢুকে মহিলাকে গনধর্ষণ ও অঙ্গচ্ছেদের হুমকি দিল সশস্ত্র মুসলিম শরণার্থী যুবক । গত ৭ অক্টোবর দক্ষিণ ইস্রায়েলে হামাস হত্যাকাণ্ডকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে ওই জিহাদি ৷ সে ওই ইহুদি তরুনীর উদ্দেশ্যে বলেছে,’“তুমি ইহুদি, তুমি জায়নিস্ট। আমরা পাঁচজন তোমাকে ধর্ষণ করতে যাচ্ছি, তোমাকে কেটে ফেলব যেমন তারা গাজায় করেছিল ।’ এদিকে এই হুমকির পরই ডেলফাইন ( Delphine) নামে ওই তরুনী ঘটনার কথা সংস্থার পরিচালককে বলেন । এরপর সংস্থার তরফে পুলিশের কাছে একটা অভিযোগ দায়ের করা হয় ।
গত মঙ্গলবার বিকেলে প্যারিসের শহরতলির ভ্যাল-ডি-মারনে “লেস মিনি কিডস” নামে ওই ডে কেয়ার সেন্টারে ঘটনাটি ঘটে ।
জানা গেছে, ছয় ইঞ্চির ধারাল ছুরি নিয়ে অজ্ঞাত যুবক মুখ ঢেকে ওই সেন্টারে এসেছিল । যদিও হুমকি দেওয়ার পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । সেই সময়ে ডে কেয়ার সেন্টারে থাকা শিশুরা কেউই ঘটনাটি দেখেনি। কেন্দ্রটি দুই বছরের কম বয়সী শিশুদের দেখাশোনা করে, যাদের মধ্যে অনেকেই ইহুদি । সেন্টারের দরজার ফ্রেমে মেজুজা – পবিত্র ইহুদি পাঠ্য সম্বলিত ছোট বাক্স লাগানো আছে । ফ্রান্সের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ব্রডকাস্টার ইউরোপ এক-এর সাক্ষাৎকারে, ডেলফাইন বলেন যে এই হুমকি তাকে গভীর ধাক্কায় ফেলে দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রটি বন্ধ থাকবে। তিনি বলেন,’আমি ভীত । নার্সারিটি ফের খোলা অনিশ্চিত হয়ে গেছে । কারন শিশুদের বাবা-মা কিছুতেই তাদের সন্তানদের আর পাঠাতে চাইছে না । কেউ কেউ আছে যারা শিশুদের নার্সারী থেকে পুরোপুরি সরিয়ে দিতে চায় ।’
অনুপ্রবেশকারীর মুখোমুখি হওয়ার সময় তিনি কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন জানতে চাইলে, ডেলফাইন বলেছিলেন যে তিনি প্রতিক্রিয়া জানাননি । তিনি বলেন,’আমি পাথরের মত ছিলাম। আমি এমনকি নিশ্চিত নই যে আমি শ্বাস নিতে সক্ষম ছিলাম ।’
প্রসঙ্গত,গত ৭ অক্টোবরের নৃশংসতা এবং পরবর্তীতে ইসরায়েলি বাহিনীর দ্বারা গাজায় বোমাবর্ষণ ও আক্রমণের পর থেকে ফ্রান্সে ইহুদি-বিদ্বেষী কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পেয়েছে। বুধবার ব্রডকাস্টার বিএফএমটিভির সাথে একটি সাক্ষাৎকারে ফরাসি-ইহুদি প্রতিনিধি সংস্থা ক্রিফের নির্বাহী বোর্ডের সদস্য ডেভিড-অলিভিয়ার কামিনস্কি উল্লেখ করেছেন যে হামাস হত্যাকাণ্ডের পর থেকে শুধুমাত্র প্যারিসে প্রায় ৫০০ টি ইহুদি-বিরোধী ক্ষোভের ঘটনা ঘটেছে । বৃদ্ধি আগের বছরের তুলনায় ৩৩০ শতাংশ ইহুদি বিদ্বেষ বেড়েছে । এযাবৎ ১৭৫ জনকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ । কামিনস্কি বলেন,
‘এটি একটি চাপের পরিস্থিতি তৈরি করেছে, কিন্তু ফরাসি ইহুদিরা তাদের মাথা উঁচু করে রাখতে চায় ।’।