না বলা বাণীর প্রসব ব্যথায়
আমার সুখের কবিতা
লাল নীল আর সোনালী রঙে
রাঙানো জরিন ফিতা।
রঙবেরঙের সাজের বাহারে
সুখ-দুঃখের হাসি
গল্পগাঁথায় কল্কার কাজে
প্রেমের ছবির রাশি।
রঙিন রঙিন সুতোর সাথে
নকশীকাঁথার কাজ
কবিতার মাঝে ভিন্ন রূপে
জীবনের এক ভাঁজ।
না বলা বাণীর অশ্রুজলে
রাতের বালিশ ভেজে
প্রেমের আরশির কবিতা যেন
আসমানী রঙে সেজে।
না বলা বাণীর লাল হৃদয়ে
হাজারো শতদল
পাপড়িগুলো এক এক করে
বাড়ায় বুকে বল।
না বলা বাণীর গোপন কথা
নীল আকাশে ভেসে
ধরাছোঁয়ার বাইরে থেকেই
বলাকার দূর দেশে।
না বলা বাণীর গল্পগাঁথায়
কবিতা যে দেয় সুখ
এদের নিয়ে বাঁচার মাঝে
নেই তো কোন দুখ।
বাণীগুলো সব নীরব হয়ে
এই জীবনে থাক
পরপারে গিয়ে শুনব তখন
মিলনের সেই ডাক।।