এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৬ ডিসেম্বর : ইসরায়েলের গুপ্তচর সন্দেহে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান । আজ শনিবার সকালে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদান কারাগারে ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হয় ৷ ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে,’আজ সকালে জাহেদান কারাগারে ইহুদিবাদী শাসকের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ।’ তবে ব্যক্তিটির পরিচয় প্রকাশ করা হয়নি ওই ওয়েবসাইটে । তবে মিজান আরও লিখেছে,’জনসাধারণের শৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে মোসাদ গুপ্তচর পরিষেবাকে শ্রেণীবদ্ধ তথ্য সংগ্রহ ও সরবরাহ করার জন্যও ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল ।’
সরকারী ইরানী সংবাদ সংস্থা ইরনা( IRNA) জানিয়েছে যে ওই ব্যক্তি মোসাদ সহ বিদেশী পরিষেবাগুলির সাথে যোগাযোগ করেছিল। তবে কখন বা কোথায় ওই হতভাগ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল বা বিচারের মুখোমুখি করা হয়েছিল তা বিবৃতিগুলির কোনওটিই স্পষ্ট করেনি ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার গোষ্ঠীর মতে, চীন ছাড়া অন্য যেকোনো দেশের তুলনায় ইরান চলতি বছরে বেশি মানুষের মৃত্যুদণ্ড দিয়েছে ।
নভেম্বরের এক প্রতিবেদনে, নরওয়ে ভিত্তিক ইরান মানবাধিকার গোষ্ঠী বলেছে যে ইসলামী প্রজাতন্ত্র এই বছর এযাবৎ ৬০০ জনেরও বেশি মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা বিগত আট বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা ।।