এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৬ ডিসেম্বর : সাইরাস মিস্ত্রির মতই প্রখ্যাত শিল্পপতি রতন টাটাকে গাড়িতে দুর্ঘটনা ঘটিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে । পুলিশ সূত্রে খবর, ফোনে হুমকি দেওয়া ব্যক্তি রতন টাটার নিরাপত্তা বাড়ানোর কথা বলেছিল । সে হুঁশিয়ারি দেয় যে তা না হলে রতন টাটার পরিণতিও সাইরাস মিস্ত্রির মতই হবে। ফোন আসা মাত্রই পুলিশ তৎপর হয়ে ওঠে এবং টাটার নিরাপত্তায় একটি বিশেষ দল মোতায়েন করা হয় । উল্লেখ্য, সাইরাস মিস্ত্রি সড়ক দুর্ঘটনায় মারা যান ।
এদিকে হুমকি ফোন পাওয়ার পরেই প্রযুক্তিগত সহায়তা এবং টেলিকম পরিষেবা সরবরাহকারীদের সহায়তায় ফোনকারীর অবস্থান খুঁজে বের করে তাকে শনাক্ত করে ফেলেছে পুলিশ । পুলিশ জানতে পারে কলটি এসেছিল কর্ণাটক থেকে । অভিযুক্ত কর্ণাটকের একটি এমবিএ কলেজের ছাত্র । তার বাড়ি মহারাষ্ট্রের পুনেতে । খবর পেয়ে পুলিশ ওই পড়ুয়ার বাড়িতে পৌঁছায় । সেখানে গিয়ে পুলিশ জানতে পারে যে ওই যুবক গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে । তার স্ত্রী ভোসরি থানায় অভিযোগও দায়ের করেছেন । সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
উল্লেখ্য, টাটার প্রাক্তন সিইও সাইরাস মিস্ত্রি গত ৪ সেপ্টেম্বর বিকেলে সড়ক দুর্ঘটনায় মারা যান । ওইদিন তিনি ৬৮ লাখ টাকা মূল্যের মার্সিডিজ গাড়িতে আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিলেন । গাড়িটিতে সমস্ত নিরাপত্তার সুবিধা দিয়ে সজ্জিত ছিল এবং সাতটি এয়ারব্যাগও ছিল। তাসত্ত্বেও সড়ক দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির জীবন বাঁচানো যায়নি । এদিকে রতন টাটাকেও গাড়ি দুর্ঘটনায় মেরে ফেলার যাওয়ার হুমকি দেওয়া হয়েছে । এখন এই হুমকি পাওয়ার পর প্রশ্ন উঠেছে সাইরাস মিস্ত্রীকে ইচ্ছাকৃতভাবে গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে কিনা ।।