এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ ডিসেম্বর : প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী তথা সুরকার অনুপ ঘোষাল । দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন গায়ক । যে কারণে তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু শুক্রবার বিকেলে একাধিক অঙ্গ ব্যর্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর ।
মূলত নজরুল সঙ্গীতের মাধ্যমেই সঙ্গীত জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন অনুপ ঘোষাল । ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি । পাশাপাশি বাংলা ও হিন্দি মিলে বহু চলচিত্রে গান গেয়েছেন অনুপ ঘোষাল । সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন,বাঘা বাইন’ সিনেমায় তাঁর গাওয়া গান ব্যাপক জনপ্রিয় হয় । তবে ১৯৮৩ সালে হিন্দি সিনেমা ‘মাসুম’-এ গাওয়া ‘তুজসে নারাজ নাহি জিন্দেগি’ আইকনিক গানটি তাঁকে সর্বভারতীয় ক্ষেত্রে পরিচিতি এনে দেয় ।
শুধু তাই নয়, রাজনীতিতেও যোগ দিয়েছিলেন অনুপ ঘোষাল । ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে উত্তরপাড়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন । তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
প্রখ্যাত এই গায়কের মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন,’বিশিষ্ট সঙ্গীতশিল্পী,সুরকার ও উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক ডঃ অনুপ ঘোষাল মহোদয়ের প্রয়াণে আমি শোকাহত। ওনার প্রয়াণ সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। শ্রদ্ধেয় অনুপ ঘোষাল সঙ্গীতের মাধ্যমে সকলের অন্তরে চির বিরাজমান হয়ে থাকবেন। আমি ওনার পরিবার, পরিজন ও ওনার গুণমুগ্ধ শ্রোতাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
ওঁ শান্তি ।’।