এইদিন ওয়েবডেস্ক,মালদা,২১ মে : শুক্রবার মালদা জেলার হরিশচন্দ্রপুর-১ ও ২ ব্লকের ব্যবসায়ী ও রেশন ডিলারদের দেওয়া হল করোনার টিকা । দুই ব্লকে ৩০০ জন করে ব্যবসায়ী,মোট ২০০ জন রেশন ডিলার ও রেশন দোকানের কর্মীদেরও এদিন টিকা দেওয়া হয় । ভ্যাকসিনেশনের সময় এদিন হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকে সামাজিক দূরত্ব মেনে চলার কোনও প্রবনতাই লক্ষ্য করা গেল না । পুলিশ গিয়ে লাইনে দাঁড়ানো ব্যক্তিদের নির্দিষ্ট দুরত্ব বজায় রাখার কথা বলতে গেলে এনিয়ে ব্যবসায়ী এবং পুলিশ আধিকারিকদের মধ্যে বচসা শুরু হয়ে যায় ।তার জেরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।
এদিন হরিশ্চন্দ্রপুর এলাকার বড়,ছোট ও মাঝারি সমস্ত ব্যাবসাদার, রেশন ডিলার,এমনকি রেশন দোকানের কর্মীরা কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পান । যখন চারিদিকে করোনার সংক্রমন কার্যত লাগাম ছাড়া পর্যায়ে পৌঁছে গেছে । মানুষ আতঙ্কিত । এই পরিস্থিতিতে ব্যাবসায়ীদের মধ্যে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়ায় খুশি স্থানীয় ব্যাবসায়ী মহল ।
হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ গুপ্তা বলেন,’রাজ্য সরকার ঘোষণা করেছিল ব্যবসায়ীদের ভ্যাকসিন দেওয়া হবে। সেই অনুযায়ী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্লকে আবেদন করা হয়েছিল। আজ হরিশ্চন্দ্রপুর ১ ও ২নং ব্লকের রেশন ডিলার এবং রেশন দোকানের কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সঙ্গে সমস্ত ব্যবসায়ীদেরও দেওয়া হচ্ছে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ ।’
স্বাস্থ্যবিধি না মানা নিয়ে অশান্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি কিছুটা উপেক্ষা হয়েছে। সঠিক দূরত্ব মানা হচ্ছিল না। যদিও পরে সব ঠিক হয়ে যায়।’
কাপড়ের ব্যবসায়ী উমা পাল বলেন, ‘প্রশাসনের উদ্যোগে আজ ব্যবসায়ীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। তাই এদিন আমরা সকলে মিলে টিকা নিতে এসেছি । ব্যাবসায়ীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ ।’।