একটার পর একটা বছর পেরিয়ে
আজ কোনখানে, ঠিক নাম জানিনা
যৌবনের চঞ্চলতা নেই,
নেই বয়সের বলিরেখাময় মুখমন্ডল
বার্ধক্য তাই মানিনা।
সংসার সমুদ্রে ভেসে চলেছি শুধু
একের পর এক আগামীর প্রতীক্ষায়,
স্বামী -সন্তান,সংসারের যন্ত্রণা
সব সয়ে নিচ্ছি শুধু ত্যাগ ও তিতিক্ষায়।
সুখ কার নাম? কোথায় তার বসবাস?
ভাবতে ভাবতেই এতগুলো বছর কাটালাম,
সুখ এলো অধরার রূপে,
নৈরাশ্যের বাঁধনে বাঁধলো আমাকে,
জীবনকে ফিরে তাকালাম।
অক্লান্ত পরিশ্রম, নিদ্রাহীন রাতজাগা
স্বামী-সন্তান, সংসার সবই স্বার্থময়,
ভালোবাসা, অভ্যাস, কর্তব্য, বিলিয়ে দেওয়া
নিজেকে,
সবটুকুই নিজের বিসর্জন দিতে হয়।
সবের পরেও প্রশ্নের ঝড় -‘কেনো করেছি?’
‘কে করতে বলেছে?”কিসের এতো কান্না?’
উত্তর খুঁজে ফিরি, মন হাতড়ে বেড়াই শুধু,
দু’চোখের অশ্রু ঝড়ে পড়ে-মুক্তো,হীরা,পান্না।
অব্যক্ত যন্ত্রণা বুকে বয়ে যেদিন যাবো
আর ফিরে তাকাবো না সংসারের দিকে
জগতে কোলাহল রবে, হাসি-গানে মুখরিত
শুধু আমার স্মৃতিই হবে ম্লান, হবে ফিকে।।