এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৫ ডিসেম্বর : ইরানের অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি পুলিশ স্টেশনে রাতভর হামলায় অন্তত ১১ ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন । আহত হয়েছে আরও বেশ কয়েকজন । আজ শুক্রবার ডেপুটি প্রাদেশিক গভর্নর আলিরেজা মারহামাতি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন যে রাস্ক শহরে পুলিশ সদর দফতরে সন্ত্রাসী হামলায় ১১ জন পুলিশ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে ।পালটা গুলিতে বেশ কয়েকজন আততায়ীও নিহত হয়েছে বলে তিনি জানান । রিপোর্টে বলা হয়েছে, সুন্নি জঙ্গি গোষ্ঠী জাইশ আল-আদল (আর্মি অফ জাস্টিস) এই হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশটিতে ইরান সরকারের তরফে কোনো সহায়তাই দেওয়া হয় না । সরকারি সুযোগ সুবিধার অভাবে এই অঞ্চলের মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে । প্রদেশটিতে সংখ্যাগুরু সম্প্রদায় হল প্রধানত শিয়া মুসলিম, অল্প সংখ্যক সুন্নি বালুচও রয়েছে এই অঞ্চলে ।
মানবাধিকার গোষ্ঠীগুলি বলছে যে ইরানের বেলুচ জনসংখ্যা এবং অন্যান্য সংখ্যালঘুরা বিচার ব্যবস্থা এবং তাদের দৈনন্দিন জীবনে ব্যাপক বৈষম্যের সম্মুখীন হয়, কর্তৃপক্ষ তাদের শিক্ষা, কর্মসংস্থান, পর্যাপ্ত বাসস্থান এবং রাজনৈতিক অফিসে তাদের প্রবেশাধিকার দেয়না । যেকারণে অন্ন সংস্থানের জন্য সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশের মানুষ মাদক চোরাচালানে যুক্ত হতে বাধ্য হয় । বেলুচ বিদ্রোহী এবং সুন্নি চরমপন্থীরা মূলত মাদক চোরাচালান কারবার পরিচালনা করে ।
প্রাদেশিক রাজধানী জাহেদানে গত বছরের সেপ্টেম্বরে কয়েক মাস ধরে প্রাণঘাতী বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছিল । অতীতেও সিস্তান ও বেলুচিস্তানে একই ধরনের হামলার ঘটনা ঘটেছে, গত ২৩ জুলাই চারজন পুলিশ অফিসার টহলরত অবস্থায় নিহত হয়েছিল বিদ্রোহীদের হামলায় । সপ্তাহ দুয়েক আগে জইশ আল-আদল গ্রুপের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য এবং চার হামলাকারী নিহত হয় ।
ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে যে গত মে মাসে, অনুপ্রবেশের চেষ্টাকারী একটি চরমপন্থী গোষ্ঠীর সাথে সংঘর্ষে পাঁচ ইরানি সীমান্তরক্ষী নিহত হয় ।।