এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৫ ডিসেম্বর : মুসলিম কিশোরীকে বাইকে চাপানোর অপরাধে হিন্দু যুবকের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে কংগ্রেস শাসিত কর্ণাটকের(Karnataka) দাভাঙ্গের (Davangere) জেলার কর্ণাটকের বাসবনপুরা থানা (Basavanapura)এলাকার । শ্রীনিবাস (২৬) নামে ওই দলিত হিন্দু যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা আশঙ্কাজনক । এদিকে উলটে আক্রান্ত যুবকের বিরুদ্ধে স্থানীয় মহিলা থানায় গণধর্ষণ ও পকসো মামলায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে মেয়েটির মা ।
জানা গেছে,শ্রীনিবাসের সঙ্গে ওই মুসলিম মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল । ঘটনাটি ঘটে গত সপ্তাহে । ঘটনার দিন প্রেমিকাকে বাইকে চাপিয়ে ঘুরতে বেডিয়েছিল শ্রীনিবাস । সেই সময় ১৮-২০ জন স্থানীয় মুসলিম যুবকের দল তাদের পথ আটকায় । তারা ঘটনাস্থলেই শ্রীনিবাসকে ধরে ব্যাপক মারধর করে । তারপর তাকে দাভানাগেরের শাদি মহলে নিয়ে যায় এবং সারা রাত তাকে নির্মমভাবে মারধর করে । পরের দিন সকালে হামলাকারী মুসলিম যুবকরা শ্রীনিবাসকে অচৈতন্য অবস্থায় একটি গাড়ি করে নিয়ে যায় এবং একটি নির্জন স্থানে তাকে ফেলে পালায় । পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে জখম যুবককে হাসপাতালে ভর্তি করে । শুধু যুবককে নৃশংসভাবে মারধর করাই নয়, তার প্রেমিকার বোরখা খুলে দিয়ে হামলাকারীরা নিগ্রহ করে বলে অভিযোগ । সেই ভিডিও হামলাকারীরা নিজেদের স্মার্টফোনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ।
এদিকে এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩ (বেআইনি সমাবেশ), ১৪৭(দাঙ্গা), ৩২৩ (আঘাত করা), ৩০৭ (খুনের চেষ্টা) এবং এসসি/এসটি আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে৷ পুলিশ একজনকে আটক করেছে৷ যদিও অন্য অভিযুক্তরা পলাতক । পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে ৷।