ইচ্ছেগুলো আঁকড়ে ধরে স্বপ্ন নিয়ে বাঁচতে শিখি…
আজ সকালের মন খারাপের গল্পগুলো গুছিয়ে লিখি।
গল্পকথা কল্প হলেও ভাবনাতে সব সত্যি ছি’ল…
কাল যা ছিল হাতের মুঠোয় তাকেও বিধি কেড়ে নিলো!
মিছে আশার গঠন ভীতে স্বপ্ন ছিল সুখের বাড়ি….
হাতের মোয়া নয় চাকুরি,তাতেও লাগে টাকাকড়ি?
অলীক বুঝি!কল্পকথা বাঁচার নেশায় মত্ত আছে…
বেকার জীবন ঠকতে ঠকতে কেমন করে আবার বাঁচে!
স্বার্থ ছিল নিবিড় গভীর নিভৃত এক স্বপ্ন পুরী…
জীবন কেমন গোলমেলে আজ জীবন নিয়ে চিন্তা করি।
মরুর বুকে তপ্ত বালু বেকার বুকে সোহাগী চাঁদ …
পিপিলিকার মরণ কালে আগুন বুঝি রুপালী ফাঁদ!