প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ ডিসেম্বর : রেলস্টেশনে দুর্ঘটনায় আহতদের খবর নিতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এলেন সিভি আনন্দ বোস । তিনি জখম রেল যাত্রীদের সঙ্গে দেখা করে স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন । পরে হাসপাতাল থেকে বেরিয়ে রাজ্যপাল বর্ধমান রেলস্টেশনে পৌঁছান । সেখানে তিনি দুর্ঘটনার সবিস্তার খতিয়ে দেখেন । হাসপাতাল থেকে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা । হতাহতদের পরিবারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । আমি আহতদের দেখে গেলাম। তারা কেমন আছেন,কী প্রয়োজন, সেই নিয়ে কথা বললাম । এর মধ্যে দুর্ঘটনাগ্রস্থদের কিছু আর্থিক সাহায্য করা হয়েছে । রাজভবন এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে ।’
রাজ্যপাল আরও বলেন,’একটি শিশুর পড়াশোনার জন্য রাজভবন থেকে তার পরিবারকে এক বছর প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে । পরেও শিশুটির বিষয়ে খোঁজ রাখা হবে ।’
বারবার বর্ধমান রেলস্টেশনেই দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকরা রাজ্যপালের কাছে জানতে চাইলে তিনি বলেন,’এখন দুর্গতদের সাহায্য করার সময়। যে কোন দুর্ঘটনারই কোনো না কোনো কারণ থাকে ।’ পাশাপাশি শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আসছেন বলে জানান রাজ্যপাল । অন্যদিকে রাজ্য সরকারের তরফে দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা এবং জখমদের পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা হতাহতদের পরিবারের হাতে তুলে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ।।