দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ ডিসেম্বর : গত সোমবার রাতে ভাতারের বলগোনা পঞ্চায়েত কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । অফিসের একাধিক আলমারির তালা ভেঙে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । কিন্তু ঘটনার ৪৮ ঘন্টা পরেও এখনো পর্যন্ত চুরির কিনারা করতে পারেনি পুলিশ । তারই প্রতিবাদে আজ বৃহস্পতিবার থেকে খোলা আকাশের নীচে অফিস করে অভিনব প্রতিবাদ শুরু করেছেন বলগোনা পঞ্চায়েতের প্রধান ও কর্মীরা । পঞ্চায়েত ভবনের অদূরে বলগোনা মালডাঙ্গা সড়কপথের ধারে একটি দোকানের সামনে খোলা আকাশের নিচে বসে কাজকর্ম সারতে দেখা যায় পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ ১৮ জন কর্মীকে । বিষয়টি জানাজানি হতেই শোড়গোল পড়ে যায় প্রশাসনিক মহলে । খবর পেয়ে বলগোনা পঞ্চায়েত অফিসে ছুটে আসেন ভাতারের বিডিও দেবজিৎ দত্ত, ওসি অরুন কুমার সোম, জয়েন্ট বিডিও তাপস মণ্ডলরা । অনেক বোঝানোর পর প্রধানসহ কর্মীরা পাশের একটা দোকানের ছাউনিতে গিয়ে বসলেও পঞ্চায়েত কার্যালয়ে ফিরে যাননি। বলগোনা পঞ্চায়েতের উপপ্রধান শেখ জালালউদ্দিন তাদের সাফ জানিয়ে দেন যে চুরির কিনারা না হওয়া পর্যন্ত তারা ফাঁকা মাঠে বসেই পঞ্চায়েতের কাজকর্ম চালাবেন ।
পঞ্চায়েতের প্রধান লায়লা বেগম চৌধুরী বলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ ফাইল চুরি হয়ে গেছে । আশা করেছিলাম দ্রুত চুরির কিনারা হবে । কিন্তু তা হয়নি । এদিকে আম্যদের অফিসের কাজকর্ম করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে । যেকারণে আমরা এভাবে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি ।’।