এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ ডিসেম্বর : রেশন দুর্নীতি মামলায় রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ডান হাত’ বাকিবুর রহমানকে নিয়ে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) চার্জশিটে জানিয়েছে যে জ্যোতিপ্রিয়র ইশারাতেই সরকারি কোষাগার থেকে ৪৫০ কোটি টাকা বাকিবুরের তৈরি ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে লেনদেন করা হয়েছিল । তার মধ্যে দুর্নীতির কিছু টাকা দুই স্ত্রী অনামিকা বিশ্বাস ও হালিমা বেগমের অ্যাকাউন্টে ঢুকিয়েছিল বাকিবুর । অনামিকা বিশ্বাসের অ্যাকাউন্টে রাখা হয়েছিল ৪ কোটিরও বেশি টাকা । শুধু তাইই নয়, অনামিকার ভাই অভিষেক বিশ্বাস অর্থাত্ বাকিবুরের শ্যালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢোকানো হয়েছিল ৪ কোটির বেশি টাকা ।
ইতিমধ্যেই অনামিকা বিশ্বাস, হালিমা বেগম, অভিষেক বিশ্বাস ছাড়াও সোহেল রহমান নামে বাকিবুর রহমানের এক আত্মীয়কে জেরা করেছে ইডি । তবে তাদের ব্যাঙ্কে কোটি কোটি টাকার উৎস সম্পর্কে কেউ সদুত্তর দিতে পারেনি । মঙ্গলবার ইডি কলকাতার নগর দায়রা আদালতে ১৬২ পাতার যে চার্জশিট পেশ করেছে তাতে এমনই সমস্ত বিস্ফোরক তথ্য উঠে এসেছে । ইডি আরও জানতে পেরেছে যে রেশনের খাদ্যসামগ্রী সরবরাহেও দেদার অনিয়ম করা হয়েছে । আর বাকিবুর রহমান এবং তাঁর সহযোগীরা মূলত তাতে যুক্ত ছিল । এমনকি এই দুর্নীতিতে উঠে আসছে রেশন ডিস্ট্রিবিউটর, ডিলার ও খাদ্য দপ্তরের আধিকারকদেরও নাম । ফলে রেশন দুর্নীতিতে যে একটা বিশাল চক্র কাজ করছিল ইডির তদন্তেই তা স্পষ্ট । বুধবার ইডি জানিয়েছে যে খোলা বাজারে পিডিএস রেশন বিক্রি, তাজা আটাতে খারাপ আটা মেশানো এবং জাল ধান সংগ্রহ সংক্রান্ত মামলায় বাকিবুর রহমানের এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রসিকিউশন কমপ্লায়েন্ট (পিসি) দায়ের করা হয়েছে।
এদিকে জ্যোতিপ্রিয় মল্লিককে ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত । ধৃত মন্ত্রীকে জেলেই জিজ্ঞাসাবাদ করতে পারবেন ইডি-র আধিকারিকরা । তবে মন্ত্রীর বয়ান রেকর্ড করার জন্য জেলে আধুনিক সরঞ্জাম ব্যবহারের জন্য আদালত যে নির্দেশ দিয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছেন জ্যোতিপ্রিয়র আইনজীবী ।।