এইদিন ওয়েবডেস্ক,মথুরা,১৪ ডিসেম্বর : মথুরার শ্রী কৃষ্ণ জন্মভূমি মন্দির ও শাহী ইদগাহ মসজিদ মামলায় খুবই গুরুত্বপূর্ণ রায় শুনিয়েছে এলাহাবাদ হাইকোর্ট । বৃহস্পতিবার আদালত জরিপের নির্দেশ দিয়েছেন । বিচারপতি মায়াঙ্ক কুমার জৈনের একক বেঞ্চ দুপুর ২টার দিকে এই রায় দেন। আদালতের এই রায়ের পর হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু জৈন সাংবাদিকদের বলেন,’কৃষ্ণ জন্মভূমি মন্দির প্রাঙ্গনে শাহী ইদগাহ মসজিদের অ্যাডভোকেট কমিশনারের মাধ্যমে জরিপ করার আবেদন জানিয়েছিলাম আমরা । আমরা এলাহাবাদ হাইকোর্টে এই বিষয়ে একটি আবেদন করেছিলাম, যার নম্বর ১৩০-গ । আজ মহামান্য আদালত আমাদের আবেদন স্বীকার করেছেন । বিতর্কিত স্থানে অ্যাডভোকেট কমিশন জারি করার নির্দেশ দিয়েছেন আদালত । অ্যাডভোকেট কমিশনের প্যানেলে কতজন থাকবে,কবে কাজ শুরু হবে প্রভৃতি বিষয়ে ১৮ ডিসেম্বর স্থির করবে আদালত ।’ তিনি এএনআইকে আরও বলেন,’শাহী ইদগাহ মসজিদে হিন্দু মন্দিরের একাধিক নির্দশন আছে । তাই প্রকৃত সত্য জানার জন্য অ্যাডভোকেট কমিশন গঠন করা খুবই জরুরি ছিল ।’
আইনজীবী হরিশঙ্কর জৈন, বিষ্ণু শঙ্কর জৈন, প্রভাষ পান্ডে এবং দেবকী নন্দনের মাধ্যমে ভগবান শ্রী কৃষ্ণ বিরাজমান এবং আরও সাতটি আবেদনটি দায়ের করা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে। আবেদনে দাবি করা হয়েছে যে ওই মসজিদের নিচে ভগবান কৃষ্ণের জন্মস্থান রয়েছে এবং সেখানে হিন্দু মন্দিরের অনেক নিদর্শন রয়েছে যা প্রমাণ করে যে মসজিদটি আদপে একটি হিন্দু মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল । আবেদনকারীরা অনুরোধ করেছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে জরিপ শেষে রিপোর্ট জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে একটি কমিশন গঠন করা হোক এববগ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করার জন্যও অনুরোধ করা হয় । চলতি বছরের মে মাসে, এলাহাবাদ হাইকোর্ট মথুরা আদালতে বিচারাধীন শ্রী কৃষ্ণ জন্মভূমি-শাহী ইদগাহ মসজিদ বিবাদ সম্পর্কিত সমস্ত মামলা নিজের কাছে হস্তান্তর করেছিল এলাহাবাদ হাইকোর্ট । এদিন হিন্দুপক্ষের আবেদনের শুনানি হয় এবং বিতর্কিত জায়গা অ্যাডভোকেট কমিশনারের মাধ্যমে জরিপের নির্দেশ দেওয়া হয় আদালতে ।।