এইদিন স্পোর্টস নিউজ,১৪ ডিসেম্বর : কিছুদিন আগে স্প্যানিশ লা লিগায় হেরেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি এবার হারল উয়েফা চ্যাম্পিয়নস লিগে । বুধবার রাতে নিয়মরক্ষার ম্যাচে বার্সাকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টাওয়ার্প। গ্রুপপর্বে টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে সান্ত্বনার জয় পেল বেলজিয়ান ক্লাবটি। টুর্নামেন্টের ইতিহাসে এটাই অ্যান্টওয়ার্পের প্রথম জয়।
ম্যাচের ৭৬ সেকেন্ডেই বার্সার জালে বল পাঠায় টুর্নামেন্টের উদ্যোক্তা বেলজিয়ান । গোল করেন আর্থার ভেরমেরেন। বিরতির আগে ফেরান তোরেসের গোলে অবশ্য সমতায় ফেরে বার্সা। ৫৬ মিনিটে ফের লিড নেয় অ্যান্টওয়ার্প। এবার গোল করেন জ্যানসেন। যদিও দ্বিতীয়ার্ধে ম্যাচে আবারও সমতায় ফেরে বার্সেলোনা । স্কোর লাইন ২-২ করেন গুইই। তবু শেষ রক্ষা হলো না কাতালানদের। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে তৃতীয় গোল করে বসে স্বাগতিকরা। জয়সূচক গোল করেন ইলেনিখেনা । এরপর জয়ের আনন্দে মেতে ওঠে অ্যান্টাওয়ার্প।
তবে অঘটন ঘটিয়ে ইতিহাস গড়েছে বেলজিয়ান ক্লাবটি। যদিও তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। ছয় ম্যাচে তিন পয়েন্ট তাদের। হেরেও ক্ষতি হয়নি বার্সার। ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সমান ম্যাচে সমান পয়েন্ট পোর্তোরও। কিন্তু গোল গড়ে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়েছে পর্তুগিজ জায়ান্টরা।
গ্রুপের অপর ম্যাচে শাখতার দানেৎস্ককে ৫-৩ গোলে হারিয়েছে পোর্তো। এই হারে শেষ হয়ে গেল ইউক্রেনের ক্লাবটির নক আউট পর্বে উঠার স্বপ্ন । নয় পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় দল হিসেবে টুর্নামেন্ট শেষ করল শাখতার। তাদের জন্য সান্ত্বনা, ইউরোপের দ্বিতীয় সারির প্রতিযোগিতা ইউরোপা লিগে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে তারা।
অবশ্য বার্সা হারলেও প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছেড়েছে স্পেনের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে লাৎসিওকে ২-০ গোলে হারিয়েছে ডিয়েগো সিমনের দল। ইতালিয়ান ক্লাবটিকে হারিয়ে ‘ই’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে শেষ ষোলোর টিকিট কাটল মাদ্রিদ জায়ান্টরা। ১৪ পয়েন্ট তাদের। হেরেও ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হয়েছে লাৎসিও।
ওদিকে গ্রুপের আর এক ম্যাচে ফেনুর্ডকে ২-১ গোলে হারিয়েছে সেলটিক। চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ১০ বছর পর প্রথম জয়ের স্বাদ পেল স্কটিশ ক্লাবটি। জয়ের পরও চার পয়েন্ট নিয়ে তলানিতে থেকে মিশন শেষ করল সেলটিক। ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় দল হয়েছে ডাচ ক্লাব ফেনুর্ড। তারা এখন খেলতে যাবে ইউরোপা লিগের নক আউট পর্ব ।।