এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,১৪ ডিসেম্বর : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বড়সড় সিদ্ধান্ত নিলেন মোহন যাদব । মোহন যাদব সরকার খাদ্য নিরাপত্তা বিধির অধীনে খোলা জায়গায় মাংস ও ডিম বিক্রি নিষিদ্ধ করেছে। এছাড়া ধর্মীয় স্থান এবং সার্বজনীন স্থানে লাউড স্পিকারের অনিয়ন্ত্রিত ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ধর্মীয় স্থানগুলিতে লাউডস্পিকারের শব্দের মাত্রা নিরীক্ষণের জন্য প্রতিটি জেলায় একটি ফ্লাইং স্কোয়াড গঠন করা হবে বলে ঘোষণা করেছে মোহন যাদব সরকার ।
এর আগেও একটি পিটিশনের ভিত্তিতে এলাহাবাদ হাই কোর্ট জানিয়েছিল যে মসজিদে লাউডস্পিকার বাজানো মৌলক অধিকারের মধ্যে পড়ে না । তবুও ধর্মস্থানে মাইক বাজানো বন্ধ করা যায়নি । এবারে এই বিষয়ে কড়া সিদ্ধান্ত নিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব । তবে শব্দের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকলে সেক্ষেত্রে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা নেই বলে জানানো হয়েছে ।
প্রসঙ্গত,গত বছর উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার মন্দির-মসজিদে মাইকের অনিয়ন্ত্রিত ব্যবহারের উপর কঠোর পদক্ষেপ নিয়েছিল । তারপরেই প্রায় ১৭ হাজার মন্দির ও মসজিদে মাইকের শব্দের মাত্রা বেঁধে দেওয়া হয় । এবারে যোগী আদিত্যনাথের দেখানো পথেই মধ্যপ্রদেশেও একই সিদ্ধান্ত নিলেন মোহন যাদব ।
বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন,’আজ আমরা প্রথম মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি। আমরা প্রকাশ্যে মাংস বিক্রির বিষয়টি উত্থাপন করেছি এবং আজ মন্ত্রিসভার বৈঠকে এর জন্য নিয়ম আনার প্রস্তাব করেছি ।’।